কালিয়াকৈর ও শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ঢাকা বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কে যানজট নিরসনে মহানগরীর নাওজোর ও কালিয়াকৈরের সফিপুরে নির্মিত দুই উড়ালসড়ক চালু করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া উড়ালসড়ক দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন চালক ও যাত্রীরা।
জানা যায়, ঈদের আগে এই সড়কে নাওজোর অংশ থেকে শুরু করে সফিপুর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে ২০১৯ সাল থেকে উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে এই উড়ালসড়ক দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগ (সওজ) সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো উড়ালসড়কের কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে যান চলাচলের জন্য উড়ালসড়ক দুটি খুলে দেওয়া হয়েছে।
সওজ সূত্রে জানা যায়, তাদের উদ্যোগে এডিবির অর্থায়নে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্পের আওতায় সফিপুরের উড়ালসড়কটি নির্মিত হচ্ছে। ১ হাজার ২৬৯ মিটার দৈর্ঘ্যের এ উড়ালসড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা। অন্যদিকে, মহানগরীর নাওজোর এলাকায় ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটার দৈর্ঘ্যের উড়ালসড়ক নির্মিত হচ্ছে।
গতকাল নাওজোর উড়ালসড়কে প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ‘উড়ালসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না। খুবই ভালো লাগছে।’
বাসচালক ইসলাম মিয়া বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই, ঠিক চালক হিসেবে ততই আনন্দ লাগছে। প্রতিবছর ঈদ এলে বোঝা যেত যানজটে কত ভোগান্তি।’
সফিপুর উড়ালসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন মো. নুরুজ্জামান বলেন, ‘সফিপুর উড়ালসড়কের কাজ এখনো শেষ হয়নি। গার্ডার ও স্ল্যাবের কাজ শেষ হয়েছে। উড়ালসড়কটির ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। যতটুকু কাজ বাকি আছে, স্বল্প সময়ের জন্য এক লেন বন্ধ করেই তা সম্পন্ন করতে পারব।’
সালনা-কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ উড়ালসড়কটি খুলে দেওয়ায় ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, ‘উড়ালসড়ক খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই উড়ালসড়ক চালু হওয়ায় সড়কে যাত্রী ভোগান্তি কমবে বলে আশা করছি।’
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, গতকাল সোমবার বেলা ২টার দিকে উড়ালসড়ক যান চলাচলের খুলে দেওয়া হয়েছে। এখনো উড়ালসড়কের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় রেখে সরকার উড়ালসড়ক খুলে দিয়েছে। এর ফলে এই সড়কে যানজট কমবে।
সাসেক প্রকল্পের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে উড়ালসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট কাজগুলো শেষ হবে।
গাজীপুর মহানগরীর ঢাকা বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কে যানজট নিরসনে মহানগরীর নাওজোর ও কালিয়াকৈরের সফিপুরে নির্মিত দুই উড়ালসড়ক চালু করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া উড়ালসড়ক দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন চালক ও যাত্রীরা।
জানা যায়, ঈদের আগে এই সড়কে নাওজোর অংশ থেকে শুরু করে সফিপুর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে ২০১৯ সাল থেকে উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে এই উড়ালসড়ক দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগ (সওজ) সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো উড়ালসড়কের কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে যান চলাচলের জন্য উড়ালসড়ক দুটি খুলে দেওয়া হয়েছে।
সওজ সূত্রে জানা যায়, তাদের উদ্যোগে এডিবির অর্থায়নে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্পের আওতায় সফিপুরের উড়ালসড়কটি নির্মিত হচ্ছে। ১ হাজার ২৬৯ মিটার দৈর্ঘ্যের এ উড়ালসড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা। অন্যদিকে, মহানগরীর নাওজোর এলাকায় ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটার দৈর্ঘ্যের উড়ালসড়ক নির্মিত হচ্ছে।
গতকাল নাওজোর উড়ালসড়কে প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ‘উড়ালসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না। খুবই ভালো লাগছে।’
বাসচালক ইসলাম মিয়া বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই, ঠিক চালক হিসেবে ততই আনন্দ লাগছে। প্রতিবছর ঈদ এলে বোঝা যেত যানজটে কত ভোগান্তি।’
সফিপুর উড়ালসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন মো. নুরুজ্জামান বলেন, ‘সফিপুর উড়ালসড়কের কাজ এখনো শেষ হয়নি। গার্ডার ও স্ল্যাবের কাজ শেষ হয়েছে। উড়ালসড়কটির ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। যতটুকু কাজ বাকি আছে, স্বল্প সময়ের জন্য এক লেন বন্ধ করেই তা সম্পন্ন করতে পারব।’
সালনা-কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ উড়ালসড়কটি খুলে দেওয়ায় ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, ‘উড়ালসড়ক খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই উড়ালসড়ক চালু হওয়ায় সড়কে যাত্রী ভোগান্তি কমবে বলে আশা করছি।’
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, গতকাল সোমবার বেলা ২টার দিকে উড়ালসড়ক যান চলাচলের খুলে দেওয়া হয়েছে। এখনো উড়ালসড়কের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় রেখে সরকার উড়ালসড়ক খুলে দিয়েছে। এর ফলে এই সড়কে যানজট কমবে।
সাসেক প্রকল্পের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে উড়ালসড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট কাজগুলো শেষ হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫