Ajker Patrika

জীবনে ‘থামা’ যে জরুরি এটা অনুভব করেছি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ০৪
জীবনে ‘থামা’ যে জরুরি   এটা অনুভব করেছি

ছোটবেলার কিছু ছবি দেখলাম আপনার ফেসবুক টাইমলাইনে। আপনি গাইছেন, নাচছেন…
আম্মার বাসায় গিয়েছিলাম। অনেক দিন পর দেখা পেলে যেমনটা হয়, আম্মা অনেক কিছু দিলেন। আমার ছোটবেলার ছবির অ্যালবাম ছিল মায়ের কাছে, ওখান থেকে কয়েকটা ছবি ফেসবুকে দিয়েছি।

ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, খুব ছোটবেলায় আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছিল… 
আমি যখন আলাউদ্দীন সংগীতাঙ্গনে ভর্তি হই, তখন আমার বয়স সাড়ে তিন-চারের মতো হবে। তখন আমার নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে। আমার শৈশব খুব রঙিন। নাচ-গান-আর্টের ক্লাসে যাওয়া, আবার সন্ধ্যার সময় ফিরে মায়ের কাছে পড়তে বসা। আমার মা-বাবা খুবই সংস্কৃতিমনা। বাবা কবিতা লেখেন। তাঁর বইও প্রকাশিত হয়েছে। মা একসময় নানার সঙ্গে নাটক করেছেন। তাঁরা চেয়েছিলেন তাঁদের সন্তান সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হোক।

অনেক দিন হলো কোনো শুটিং করছেন না। এটাকে আমরা কী বলব? মম বিরতিতে আছেন?
কাজ করতে চাইলে তো সারা জীবনই করা যায়। কিন্তু সেটাও সময়ের সঙ্গে সঙ্গে ধরন বদলায়।  ইন্ডাস্ট্রিতে আমি অনেক ব্যস্ত সময় কাটিয়েছি। কোভিড আসার পর একটু থেমেছি। জীবনে থামা যে জরুরি, এটা অনুভব করেছি। 

এখন কীভাবে সময় কাটছে তাহলে?
এখন বরং পড়তে, নিজের সঙ্গে থাকতে, দেখতে, এক্সারসাইজ করতেই বেশি ভালো লাগছে। আমি আসলে ভালোবেসে কাজ করতে এসেছি। কাজ করতে করতে চেষ্টা করে যাচ্ছি কী কী শেখা যায়, লেখাপড়া করা যায়। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, আই ডোন্ট নো, হচ্ছে না আর-কী! এটা একধরনের আমার না-পারাই। আমি পেরে উঠছি না। বাসায় এই দুই বছরে টুকিটাকি লেখার চেষ্টা, পড়ার চেষ্টা করছি।

কী কী লিখছেন? নিজের কথাই?
নিজের কথা না। আমি একটা চরিত্র দাঁড় করেছিলাম ‘রোদসী’ নামে। রোদসীর সঙ্গে বাংলাদেশের যেকোনো মেয়ে নিজেকে মেলাতে পারবে। সাধারণ একটা চরিত্র। কিন্তু বোধের দিক থেকে সে সবকিছু খানিকটা অন্যভাবে দেখে। 

এটা কি শুধু গল্প হয়েই থাকবে? নাকি এ গল্প নিয়ে নাটক-সিনেমা কিছু বানাবেন?
না ভাই। বাংলাদেশে যাঁরা বানান, আমি তাঁদের হাত জোড় করে সম্মান জানাই। এ দেশে যাঁরা ডিরেক্টর, ডিরেকশনের চেয়ে তাঁদের অন্য অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেগুলো ডিঙিয়ে নির্মাতা-সত্তা ধারণ করা অনেক কষ্টকর।

(পুরো সাক্ষাৎকার পড়ুন আজকের পত্রিকা অনলাইনে)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত