Ajker Patrika

পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ১৫
পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পীরগঞ্জে মেয়র কাপ আন্ত-উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতায় রংপুরের আট উপজেলা অংশ নিচ্ছে।

পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম গত মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় মিঠাপুকুর উপজেলা ২-০ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

প্রতিযোগিতার আয়োজক পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘উঠতি বয়সের ছেলেদের পড়ালেখার পাশাপাশি তাঁদের ফুটবল খেলার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এতে করে তরুণেরা সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আমরা আগামীর বাংলাদেশকে ফুটবল খেলার মাধ্যমে নির্মল বিনোদন দিতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতা বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, পৌর কাউন্সিলর সাইফুল আজাদ ও মিঠু মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত