Ajker Patrika

বাসাইলে ১২ রাস্তার উন্নয়নকাজ শুরু

বাসাইল প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১০
বাসাইলে ১২ রাস্তার উন্নয়নকাজ শুরু

বাসাইলে গত এক সপ্তাহে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়নে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে ১২টি রাস্তার উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

গত ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এসব রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম ও বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, উদ্বোধন করা রাস্তাগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে হাবলা ইউনিয়ন পরিষদ থেকে কাশিল ইউনিয়ন পরিষদ ভায়া নথখোলা রাস্তার ছয় শত স্কুল থেকে সোনালিয়া রেলস্টেশন পর্যন্ত প্রায় পৌনে চার কিলোমিটার রাস্তা পাকাকরণ।

ফুলকি ইউনিয়নে জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় প্রায় ৬৯ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে কাশিল ইউনিয়ন পরিষদ থেকে ফুলকি ইউনিয়ন পরিষদ ভায়া ময়থা সড়কের বাসির বাড়ির মোড় থেকে ফুলকি ইউপি পর্যন্ত দুই কিলোমিটার পাকা রাস্তার সংস্কার কাজ।

এ ছাড়া উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় হাবলা ইউনিয়নে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে সোনালিয়া স্কুল থেকে উত্তরপাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তার পাকাকরণ কাজ, প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে মটরা মাঝিপাড়া থেকে টানপাড়া মসজিদ পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মাণকাজ।

ফুলকি ও কাশিল ইউনিয়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে ফুলবাড়ি-ফুলকি দক্ষিণপাড়া ভায়া নিড়াইল সড়কের ফুলবাড়ি থেকে নিড়াইল পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা নির্মাণ, করটিয়াপাড়া রহিমের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা নির্মাণ (১০ টন টিআর), করটিয়াপাড়া কালভার্ট থেকে বাথুলী চক পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা নির্মাণ। কাশিল বটতলা থেকে পিচুরী পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা নির্মাণ।

কাঞ্চনপুর ইউনিয়নে ৫ লাখ টাকা ব্যয়ে মটেশ্বর-যতুকী সড়কে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ, কাঞ্চনপুর কর্মকারপাড়া ৫০০ মিটার রাস্তা নির্মাণ (৫ টন টিআর) এবং কাউলজানী ইউনিয়নে কলিয়া পাকারা থেকে স্তারফিকের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার (৫ টন টিআর) রাস্তা নির্মাণকাজ শুরু করা হয়েছে।

এসব প্রকল্প উদ্বোধন প্রসঙ্গে সাংসদ জোয়হেরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এসব উন্নয়নকাজ শুরু করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, ‘গ্রাম হবে শহর’ মাননীয় প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় সাংসদের সহায়তায় তৃণমূলে কাজ চলছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে প্রতিটি গ্রামই শহরের আদলে গড়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত