Ajker Patrika

বাসাইলে নিষিদ্ধ চায়না জাল জব্দ

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ০০
বাসাইলে নিষিদ্ধ চায়না জাল জব্দ

বাসাইলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই লাখ টাকার চায়না জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে কাশিল ও ফুলকী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ দের নেতৃত্বে পৃথক অভিযান হয়।

অভিযানে ৪০টি জাল জব্দ করা হয়। পরে এসব বাদিয়াজান এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে আরও আড়াই লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, এসব জাল ব্যবহার করায় ছোট ডিমওয়ালা মাছসহ পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উপকারী জলজ প্রাণী ব্যাপক হারে নিধন হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, বিভিন্ন এলাকায় মাইকিং ছাড়াও অন্যান্য মাধ্যমে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ না ধরার জন্য সতর্ক করা হয়। কিন্তু নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকার অব্যাহত রাখায় বিভিন্ন সময় উপজেলা প্রশাসন. পুলিশ, আনসারসহ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন বলেন, রাক্ষুসে এই জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির ছোটবড় সব মাছ ধ্বংস করা হচ্ছে। মাছের সঙ্গে জলজ প্রাণীও ধ্বংস হচ্ছে। এতে পরিবেশে ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ইউএনও আরও বলেন, ‘অবৈধ চায়না জাল কোনো ভাবে ব্যবহার ও বিপণন করতে দেওয়া হবে না। আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সদা তৎপর রয়েছে। অভিযানে ৪০টি জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। এ ধরনের অভিযান চলবে।’

গত জুলাই, আগস্টে উপজেলার ২৬টি বিল, ৬ হাজার ২০০ হেক্টর প্লাবন ভূমিতে মা ও ছোট মাছ সংরক্ষণে অভিযান হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এতে আনুমানিক সাড়ে চার লাখ টাকা জাল জব্দ করে ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত