Ajker Patrika

ওটিটি ঘিরেই সারিকার ব্যস্ততা

ওটিটি ঘিরেই সারিকার ব্যস্ততা

গত বছর ‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল অভিনেত্রী সারিকা সাবরিনের। এরপর ওয়েব প্ল্যাটফর্মের কোনো কাজে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি আবার ব্যস্ত হয়েছেন ওয়েবে। ইতিমধ্যে শেষ করেছেন রায়হান রাফীর ‘মায়া’ ওয়েব ফিল্মের শুটিং। পরিবার ও সম্পর্কের এ গল্পে নামভূমিকায় অভিনয় করেছেন সারিকা। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন নতুন ওয়েব সিরিজের শুটিং। কথা চলছে আরও একটি সিরিজ নিয়ে। সব মিলিয়ে ওটিটি ঘিরেই সব ব্যস্ততা সারিকার।

সারিকা বলেন, ‘ওয়েব কনটেন্টে কাজ করতে সময় দিতে হয়। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করার বিষয় থাকে। ইউনিটের সঙ্গে মিটিং, স্ক্রিপ্ট রিডিং, কস্টিউম ট্রায়াল কিংবা রিহার্সাল—সবকিছুর জন্য আলাদা সময় দেওয়ার দরকার পড়ে। এ ছাড়া শুটিংও হয় আয়োজন করে। এখন যেহেতু কয়েকটি ওয়েব কনটেন্টের কাজ হাতে আছে, তাই সব ব্যস্ততা বা মনোযোগ যেটাই বলুন সেটা ওটিটি ঘিরে।’

ওটিটিতে ব্যস্ত হয়ে পড়ার পর অভিনয়শিল্পীরা সাধারণত টিভি নাটকে অভিনয় করতে চান না— এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে ভালো গল্প পেলে নাটকে অভিনয়ও সমানতালে চালিয়ে যেতে চান সারিকা। তিনি বলেন, ‘ওটিটিতে কাজ করছি, তার মানে এই নয় যে নাটক ছেড়ে দিয়েছি। ভালো গল্প পেলে অবশ্যই নাটকে অভিনয় করব। টিভি নাটক এখন এমনিতেই আমি কম করি। আর ক্যারিয়ারের এই সময়ে এসে আমার মনে হয়, বেছে বেছে এক্সক্লুসিভ কাজগুলোর সঙ্গে যুক্ত হওয়া উচিত। পরিমাণের চেয়ে মানের দিকে মনোযোগী হওয়াটাই বুদ্ধিমানের কাজ।’

মায়া ওয়েব ফিল্ম নিয়ে সারিকা বলেন, ‘মায়া নির্মিত হচ্ছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। এতে আমার চরিত্রের নাম মায়া। এমন একটি চরিত্র মায়া, যার সঙ্গে প্রতিটি মেয়ে নিজের মিল খুঁজে পাবে। ইতিমধ্যে শুটিং শেষ করেছি। দর্শকদের একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন। এতে অভিনয় করে আমি সন্তুষ্ট।’

ভালোভাবে প্রস্তুতি নিয়েই মায়ার শুটিং করেছেন সারিকা। তিনি বলেন, ‘পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করে—সেই চেষ্টা করেছি। শুটিং শুরুর আগে এক মাস রিহার্সাল করেছি। চরিত্রটি আয়ত্তে আনার জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। ভালো একটি সিনেমা নির্মাণ হচ্ছে, আশা করি সবার ভালো লাগবে।’ আগামী বছরের ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রকাশ পাবে ওয়েব ফিল্ম মায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত