Ajker Patrika

তিতাসের গ্যাসেই বিস্ফোরণ ভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৮: ৪৬
তিতাসের গ্যাসেই বিস্ফোরণ ভবনে

তিতাসের লাইনের লিকেজের গ্যাস থেকেই রাজধানীর সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। 

বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের করা চার সদস্যের কমিটির প্রধান তাজুল। তিনি বলেছেন, ‘ভবনটিতে একসময় কুইন্স ক্যাফে নামের একটি খাবারের দোকান ছিল। সেটির চুলার জন্য তীব্র চাপের গ্যাস সংযোগ ছিল। ক্যাফেটি না থাকলেও সেটির লাইন সেখানে ছিল। সেপটিক ট্যাঙ্কের পাশেই সেই লাইন ছিল। সেই লাইন বন্ধ করা হলেও কোনো ছোট ছিদ্র থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’

তাজুল আরও বলেন, ‘তিতাসের গ্যাস লাইন বহু পুরোনো। ভবনটির নিচে কোথাও সংযোগ না থাকলেও ওপরে আবাসিক ফ্ল্যাটের জন্য সংযোগ নেওয়া হয়েছে ভবনের নিচ দিয়ে। সেই সংযোগ লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে বেসমেন্টের নিচে থাকা সেপটিক ট্যাঙ্কে জমছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে।’
তবে তিতাসের পরিচালক (অপারেসন্স) ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, ‘আমরা তিতাসের গ্যাসের কোনো আলামত পাইনি। ভবনটির নিচে আমাদের কোনো সংযোগ ছিল না।’

ভবনের ২ মালিক ও দোকানমালিক পুলিশি রিমান্ডে রাজধানীর সিদ্দিকবাজারের কুইন্স স্যানিটারি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিক ও দোকানমালিককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত