Ajker Patrika

শিক্ষার্থী ও আশ্রমের মানুষেরা ফ্রি দেখবেন ‘আদিপুরুষ’

শিক্ষার্থী ও আশ্রমের মানুষেরা ফ্রি দেখবেন ‘আদিপুরুষ’

সিনেমা হিট করাতে কত পন্থাই না অবলম্বন করা হয়। গত সপ্তাহে মুক্তি পাওয়া ভিকি কৌশল ও সারা আলী খানের ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমায় ছিল একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি অফার। দর্শককে হলমুখী করতে ম্যাজিকের মতো কাজ করেছে কৌশলটি। এবার হলে দর্শক টানতে দেওয়া হচ্ছে ফ্রি টিকিট। আগামী সপ্তাহে মুক্তির অপেক্ষায় থাকা ‘আদিপুরুষ’ সিনেমার জন্য এমন অফার দিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রযোজক অভিষেক আগরওয়াল।

তেলেঙ্গানার সরকারি স্কুলের শিক্ষার্থীরা, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনা মূল্যে পাবেন আদিপুরুষের ১০ হাজার টিকিট। অভিষেক তাঁর টুইটে একটি গুগল লিংক শেয়ার করেছেন। সেই লিংকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ফ্রি টিকিট। বুধবার টুইটারে এমন উদ্যোগের ঘোষণা দেন অভিষেক আগরওয়াল।

অভিষেকের মন্তব্য, ‘জীবনের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে ‘আদিপুরুষ’। সিনেমাটি সবার দেখা উচিত। তাই শ্রীরামের ভক্ত হিসেবে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম ও সরকারি স্কুলগুলোর জন্য বিনা মূল্যে ১০ হাজার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমায় রাম চরিত্রে রয়েছেন প্রভাস ও সীতার চরিত্রে কৃতি শ্যানন। রাবণ চরিত্রে রয়েছেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান।

সিনেমার টিজার প্রকাশের পর ভিজ্যুয়াল ইফেক্টসের অতিরিক্ত ব্যবহারসহ নির্মাণকৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পাশাপাশি হিন্দু দেব-দেবীদের ‘ভুলভাবে উপস্থাপন ও বিকৃত রূপে’ দেখানোর অভিযোগ ওঠে। এমনকি, সিনেমাটি নিষিদ্ধ করার ডাকও তুলেছিলেন রামমন্দিরের প্রধান পুরোহিত।

ট্রেলার প্রকাশের পরও চলছে সমালোচনা। নানা বিতর্ক ছাপিয়ে ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত