Ajker Patrika

ট্রাকচাপায় কিশোর নিহত আহত ১

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৯
ট্রাকচাপায় কিশোর নিহত আহত ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে ট্রাকচাপায় ফাহাদ হোসেন (১৪) নামের এক বাইসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করিম মিয়া (৫২) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার ভোরে চৌধুরীহাট এলাকার আশরাফ ব্যাপারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন করিম মিয়ার মালিকানাধীন চোধুরীহাটের চা দোকানের কর্মচারী। তাঁর বাড়ি জেলার চাটখিলে। আহত করিম মিয়া চরপার্বতী ৬ নম্বর ওয়ার্ডের শেখ আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া বাইসাইকেলযোগে ফাহাদকে নিয়ে বাজারের দিকে আসছিলেন। বাইসাইকেলটি আশরাফ ব্যাপারী বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ফাহাদ ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় করিম মিয়াকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর ট্রাকসহ চালক পালিয়ে যায়। এ জন্য চালককে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত