Ajker Patrika

পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০: ৩০
পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে বাবু চালাক নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাগাড়। পরে মাছটি ২১ হাজার ৬শ টাকায় বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে।

জেলে বাবু চালাক বলেন, ‘বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর মাছটি পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির দামও ভালো পেয়েছি। মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসি। পরে সম্রাট শাহজাহান শেখ নামের এক মাছ ব্যবসায়ী ১ হাজার ১ শত টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮ শত টাকায় মাছটি কিনে নেন।’

এ বিষয়ে সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে ঢাকার এক মাছের ব্যবসায়ীর কাছে ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬ শত টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি বিক্রি করে আমার ভালোই লাভ হয়েছে। পদ্মায় এখন মাঝে মাঝেই এমন বড়, এমনকি এর থেকে বড় আকারের বাগাড়সহ অন্যান্য মাছ ধরা পড়ে। এলাকায় এমন মাছ ধরা পড়ার কথা শুনলে এলাকাবাসীরা মাছের বাজারে ভিড় জমান। অল্প সময়ের মাঝেই বিক্রি হয়ে যায়’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘মিঠা পানির এমন সুস্বাদু এবং এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যাবে। আগামী প্রজন্মের জন্য স্থায়ী অভয়াশ্রম করা গেলে এই মাছের বংশবৃদ্ধি ঘটবে এবং আরও বেশি পাওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত