Ajker Patrika

চেয়ারম্যানের টাকায় সড়ক

আরিফুল হক তারেক, মুলাদী
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪০
চেয়ারম্যানের টাকায় সড়ক

মুলাদীতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক নির্মাণ করেছেন সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী। সফিপুর ইউনিয়নের বেপারীর হাট উত্তরপাড় খেয়াঘাট থেকে চরমালিয়া গ্রামের সোনা মিয়া মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ করে দিয়েছেন চেয়ারম্যান। এতে চরমালিয়া, কায়েতমারা, চরপদ্মা ও চরভেদুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষ সুফল পাবেন। সড়কটির আরও কিছু কাজ চলছে।

জানা গেছে, প্রায় ২০ বছর আগে জয়ন্তীর নদীর উত্তর পাড়ে বিশাল চর জেগে ওঠে। ধীরে ধীরে ওই চরে বসতি গড়ে ওঠে। বর্তমানে সেখানে দুই হাজার মানুষের বাস।

চরমালিয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত এলাকায় কোনো সড়ক না থাকায় সাধারণ মানুষ কষ্ট করে চলাচল করতেন। বর্ষা মৌসুমে খেতের মধ্যে দিয়ে চলাচল করতে না পারায় সবাইকে তিন কিলোমিটার ঘুরে সফিপুর নোমরহাট খেয়াঘাট হয়ে বিভিন্ন স্থানে যেতে হতো।

চার গ্রামের মানুষের সুবিধার্থে ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী সড়ক নির্মাণের উদ্যোগ নেন। সরকারি বরাদ্দ না পাওয়ায় এবং সরকারি ভাবে সড়ক নির্মাণে ধীর গতির কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে সড়ক নির্মাণ শুরু করেন বলে জানা গেছে। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সড়কটি তৈরি করা হচ্ছে।

চরমালিয়া গ্রামের জানে আলম ঝন্টু তালুকদার বলেন, ‘চরাঞ্চলের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হয়েছেন। ইউপি চেয়ারম্যান হিমু মুন্সী সড়ক নির্মাণ করে দেওয়ায় আমাদের অনেক সুবিধা হবে।’

স্থানীয় বাসিন্দা ও রেল মন্ত্রণালয়ের উপসচিব এইচএম রাকিব হায়দার বলেন, ‘সড়ক নির্মাণ হওয়ায় গ্রামে জনবসতি আরও বাড়বে এবং শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াত সহজ হবে।

সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, ‘ইউনিয়নের সবচেয়ে নিম্নাঞ্চলের মানুষের চলাচলের জন্য সড়ক নির্মাণ করে দিয়েছি। ভবিষ্যতে বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত