Ajker Patrika

শ্রীমঙ্গলে পোস্টার ছেঁড়ার প্রতিবাদে সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৫৫
শ্রীমঙ্গলে পোস্টার ছেঁড়ার প্রতিবাদে সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থী রিপন রায়ের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলায় প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল জুলেকা নগর চা-বাগানের নাটমন্দিরের পাশে এ প্রতিবাদ সভা হয়। এ সময় দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন তাঁরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক নেতা মহরম আলী, সুদাম বুনার্জী, জবা তাঁতী ও কৃষ্ণা বুনার্জী প্রমুখ। বক্তারা বলেন, রাতে অজ্ঞাত ব্যক্তিরা রিপন রায়ের নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে চা-বাগানে ফেলে দিয়েছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত