কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের নৌকার মাঝি মনিন্দ দাস (৭০) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাশাপাশি আত্মগোপনে থাকা তিন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০-এর সদস্যরা। গত বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. ফজলে রাব্বি (২১), মো. শরীফ (২০) ও মো. আজিজুল শেখ (২২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত মনিন্দ দাস (৭০) প্রতিদিনের মতো গত ৪ ফেব্রুয়ারি ভোরে খেয়াঘাটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে চুনকুটিয়া চৌধুরীপাড়া টিপু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে গ্রেপ্তার আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাঝিকে ঘেরাও করেন। কিন্তু তাঁর কাছে কোনো কোনো টাকা-পয়সা না পেয়ে এবং ছিনতাইয়ের সময় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে মাঝিকে হত্যা করে আসামিরা পালিয়ে যান।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা মাঝি হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। আসামিরা মাদকাসক্ত, পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। এ ছাড়া তাঁরা বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতিসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়ার টিপু মিয়ার বাড়ির সামনে অচেতন অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ভিকটিমের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় নিহত মনিন্দ দাসের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
ঢাকার কেরানীগঞ্জের নৌকার মাঝি মনিন্দ দাস (৭০) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাশাপাশি আত্মগোপনে থাকা তিন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০-এর সদস্যরা। গত বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. ফজলে রাব্বি (২১), মো. শরীফ (২০) ও মো. আজিজুল শেখ (২২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত মনিন্দ দাস (৭০) প্রতিদিনের মতো গত ৪ ফেব্রুয়ারি ভোরে খেয়াঘাটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে চুনকুটিয়া চৌধুরীপাড়া টিপু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে গ্রেপ্তার আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাঝিকে ঘেরাও করেন। কিন্তু তাঁর কাছে কোনো কোনো টাকা-পয়সা না পেয়ে এবং ছিনতাইয়ের সময় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে মাঝিকে হত্যা করে আসামিরা পালিয়ে যান।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা মাঝি হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। আসামিরা মাদকাসক্ত, পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। এ ছাড়া তাঁরা বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতিসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়ার টিপু মিয়ার বাড়ির সামনে অচেতন অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ভিকটিমের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় নিহত মনিন্দ দাসের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪