ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
গাছের পেরেক মুক্ত করা আর গাছ লাগানো যাঁর নেশা—সেই গাছবন্ধু পিয়ারুল ইসলাম এবার শেখ রাসেল দিবস পালনে তাঁর ৫৮তম জন্মদিনে ৫৮টি তালবীজ রোপণসহ এ পর্যন্ত ৪ হাজার তালবীজ রোপণ করেছেন। তাঁর বাড়ি ভেড়ামারার কলেজপাড়ায়। পেশায় একজন কৃষক।
জানা গেছে, পিয়ারুল ইসলাম ২০১৭ সাল থেকে বৃক্ষরোপণ শুরু করেন। এর পর থেকেই এলাকায় তিনি খ্যাতি পেয়েছেন গাছবন্ধু হিসেবে। ২০২০ সাল থেকে জোর দিয়েছেন তালবীজ রোপণে।
তাঁর রোপণ করা গাছের মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় ঔষধি গাছ গুয়ে বাবলা ও সোনালু জাতের গাছ। তিনি সড়ক ও রেললাইনের পাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণ করে চলেছেন। পাশাপাশি সেগুলো তিনি নিজে দায়িত্বে পরিচর্যাও করেন।
পিয়ারুল ইসলাম বলেন, ‘তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে। একসময় অনেক তালগাছ চোখে পড়ত, এখন কমে গেছে। তাই রাসেল দিবসকে সামনে রেখে গত বছর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালবীজ রোপণ করেছি। তালগাছ সর্বোচ্চ ২০০ বছর অনায়াসেই বেঁচে থাকতে পারে।’
তালতলা মাদ্রাসার শিক্ষক আলহাজ কারি সুলতান মাহমুদ বলেন, ‘এখানে তালগাছ ছিল, সে জন্য এ মহল্লার নাম হয়েছে তালতলা। মসজি ও মাদ্রাসার নামকরণ হয়েছে তালতলা নামে। অথচ এখন এখানে তালগাছ নেই। পিয়ারুল ইসলাম নামের যথার্থ প্রমাণে তালবীজ রোপণ করেছেন। এটা খুবই ভালো উদ্যোগ।’
এ বিষয়ে পরিবেশবিদ গৌতম কুমার রায় আজকের পত্রিকাকে জানান, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি ও বাতাসে মিথেন গ্যাসের আধিক্যের কারণে বজ্রপাত বাড়ছে। উঁচু গাছ হিসেবে তালগাছ থাকলে মানুষের প্রাণহানি কমে। তাই পিয়ারুলের এমন উদ্যোগ প্রশংসনীয়।
গৌতম কুমার রায় আরও বলেন, সরকারের উচিত নদীর পাড়, রাস্তার দুই পাশে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া। তবে ব্যক্তি উদ্যোগে পিয়ারুল যে তালগাছ রোপণ করে চলেছেন—তা খুবই ভালো।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ‘একসময় রাস্তার পাশ দিয়ে প্রচুর তালগাছ ছিল। এখন আর নেই। পিয়ারুল অনেক তালবীজ রোপণ করেছেন। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
কুষ্টিয়া সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ‘দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে তালগাছের ভূমিকা রয়েছে। সরকারিভাবে তালবীজ রোপণ করা হচ্ছে। তবে ব্যক্তি উদ্যোগে তালবীজ রোপণে পিয়ারুলের ভূমিকা প্রশংসনীয়।’
গাছের পেরেক মুক্ত করা আর গাছ লাগানো যাঁর নেশা—সেই গাছবন্ধু পিয়ারুল ইসলাম এবার শেখ রাসেল দিবস পালনে তাঁর ৫৮তম জন্মদিনে ৫৮টি তালবীজ রোপণসহ এ পর্যন্ত ৪ হাজার তালবীজ রোপণ করেছেন। তাঁর বাড়ি ভেড়ামারার কলেজপাড়ায়। পেশায় একজন কৃষক।
জানা গেছে, পিয়ারুল ইসলাম ২০১৭ সাল থেকে বৃক্ষরোপণ শুরু করেন। এর পর থেকেই এলাকায় তিনি খ্যাতি পেয়েছেন গাছবন্ধু হিসেবে। ২০২০ সাল থেকে জোর দিয়েছেন তালবীজ রোপণে।
তাঁর রোপণ করা গাছের মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় ঔষধি গাছ গুয়ে বাবলা ও সোনালু জাতের গাছ। তিনি সড়ক ও রেললাইনের পাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণ করে চলেছেন। পাশাপাশি সেগুলো তিনি নিজে দায়িত্বে পরিচর্যাও করেন।
পিয়ারুল ইসলাম বলেন, ‘তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে। একসময় অনেক তালগাছ চোখে পড়ত, এখন কমে গেছে। তাই রাসেল দিবসকে সামনে রেখে গত বছর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালবীজ রোপণ করেছি। তালগাছ সর্বোচ্চ ২০০ বছর অনায়াসেই বেঁচে থাকতে পারে।’
তালতলা মাদ্রাসার শিক্ষক আলহাজ কারি সুলতান মাহমুদ বলেন, ‘এখানে তালগাছ ছিল, সে জন্য এ মহল্লার নাম হয়েছে তালতলা। মসজি ও মাদ্রাসার নামকরণ হয়েছে তালতলা নামে। অথচ এখন এখানে তালগাছ নেই। পিয়ারুল ইসলাম নামের যথার্থ প্রমাণে তালবীজ রোপণ করেছেন। এটা খুবই ভালো উদ্যোগ।’
এ বিষয়ে পরিবেশবিদ গৌতম কুমার রায় আজকের পত্রিকাকে জানান, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি ও বাতাসে মিথেন গ্যাসের আধিক্যের কারণে বজ্রপাত বাড়ছে। উঁচু গাছ হিসেবে তালগাছ থাকলে মানুষের প্রাণহানি কমে। তাই পিয়ারুলের এমন উদ্যোগ প্রশংসনীয়।
গৌতম কুমার রায় আরও বলেন, সরকারের উচিত নদীর পাড়, রাস্তার দুই পাশে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া। তবে ব্যক্তি উদ্যোগে পিয়ারুল যে তালগাছ রোপণ করে চলেছেন—তা খুবই ভালো।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ‘একসময় রাস্তার পাশ দিয়ে প্রচুর তালগাছ ছিল। এখন আর নেই। পিয়ারুল অনেক তালবীজ রোপণ করেছেন। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
কুষ্টিয়া সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ‘দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে তালগাছের ভূমিকা রয়েছে। সরকারিভাবে তালবীজ রোপণ করা হচ্ছে। তবে ব্যক্তি উদ্যোগে তালবীজ রোপণে পিয়ারুলের ভূমিকা প্রশংসনীয়।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫