Ajker Patrika

গোলাপগঞ্জে নির্বাচন স্থগিতের প্রতিবাদে সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ৩২
গোলাপগঞ্জে নির্বাচন স্থগিতের প্রতিবাদে সভা

গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বুধবারীবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৮ জন প্রার্থীর ডাকে সর্বস্তরের মানুষ সভায় অংশ নেয়।

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শামসুদ্দিন হুজুরের সভাপতিত্বে বক্তারা বলেন, আগামী ২৬ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের মতো বুধবারীবাজার ইউপি নির্বাচনে প্রার্থীরা প্রস্তুতি নিতে যাচ্ছেন। এমন সময় নির্বাচন স্থগিত করা তামাশা ছাড়া আর কিছুই নয়।

কথিত সীমানা নিয়ে উত্তেজনা ও সহিংসতার দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এলাকার উন্নয়নবিরোধী। তারা জনগণের মঙ্গল চায় না। এ ধরনের কাজেজড়িতদের প্রতি তীব্র নিন্দা জানানো হয় সভায়।

অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন হাজী মাসুক আহমদ, সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, হাজী আব্দুল মুকিত, মস্তাকুর রহমান, নজরুল ইসলাম পংকি, হাজী মামুন মিয়া বাবু, জামাল আহমদ মেম্বার, মস্কুর আহমদ, আব্দুল হাই সুবল, জসিম আহমদ, ছানা মিয়া মেম্বার, সাহিন আহমদ, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো. আব্দুর রকিব, মো. আবদুল মতলিব, ইকবাল আহমদ, মো. কামাল হোসেন, মো. নূর উদ্দিন, হালিমুর রশিদ, মোহাম্মদ খলিলুর রহমান, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফকে প্রধান করে ও ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সদস্য করে ৯ সদস্যবিশিস্ট কমিটি গঠন করা হয়। কমিটি পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে সভায় জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত