Ajker Patrika

পরিচালক কুসুমের আত্মপ্রকাশ

পরিচালক কুসুমের আত্মপ্রকাশ

ছয় বছর বিরতি কাটিয়ে ‘শরতের জবা’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী কুসুম শিকদার। সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। এ সিনেমা দিয়েই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কুসুমের। গতকাল সিনেমার টিজার প্রকাশের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন কুসুম। আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শরতের জবা।

দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে নিজের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল কুসুম শিকদারের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কুসুম শিকদার বলেন, ‘কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা করেছিলাম। সে হিসেবে ঠিক করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেওয়ার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। ইচ্ছা আছে নভেম্বরে মুক্তি দেওয়ার। তবে সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর। আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম। আর বড় পর্দায় তাঁকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়। বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কুসুম বলেন, ‘অনেক দিন পর পর্দায় আমাকে দেখবেন দর্শক। শেষবার অভিনয় করেছিলাম ২০১৮ সালে। আর সিনেমার হিসাব করলে বিরতিটা আরও লম্বা। দীর্ঘদিন পর অভিনয় করায় উদ্দীপনার পাশাপাশি কিছুটা নার্ভাসও লাগছে। আশা করছি ভালো কিছু হবে।’

কুসুম শিকদার শরতের জবা সিনেমার গল্প, চিত্রনাট্য এবং প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। তিনি বলেন, ‘শরতের জবার পুরো জার্নিটা ছিল অনেক পরিশ্রমের ও শিক্ষণীয়। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য রচনা করেছি। এখন সিনেমার প্রমোশন করছি; এটাও প্রথম। এই সিনেমা আমাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।’

শরতের জবা সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। কুসুম শিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত