মো. শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবল-সংকটের কারণে ব্যাহত হচ্ছে সেবা। উদ্বোধনের পর আর চালু করা সম্ভব হয়নি অন্তবিভাগ। জোড়াতালি দিয়ে চালু রয়েছে হাসপাতালের বহির্বিভাগ।
তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ উপযুক্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে রোগীদের ভরসা একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ১৬ বছরেও মেলেনি সমাধান।
জানা যায়, হাসপাতালটি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে মাধবখালী ইউনিয়নে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়নের কিছু অংশ। উত্তরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন। পশ্চিমে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নসহ কাঁঠালতলী উপশহরের বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত হাসপাতালটি ২০০৬ সালে উদ্বোধন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কাগজে-কলমে জুনিয়র কনসালটেন্ট ৪ জন, ২ জন স্বাস্থ্য কর্মকর্তা, ৫ জন সিনিয়র স্টাফ নার্স, ২ জন ওয়ার্ড বয়, একজন করে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নিরাপত্তা প্রহরীসহ ২৩ টি পদ থাকার কথা। তবে বর্তমানে কর্মরত আছেন একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন ওয়ার্ড বয়।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য সেলিম হাওলাদার বলেন, হাসপাতালটি নামে আছে কাজে নেই। দিনের বেলায় দুজন চিকিৎসক এসে বহির্বিভাগে রোগী দেখে চলে যান।
কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতালের চিকিৎসক মো. রিয়াজুল ইসলাম বলেন, হাসপাতালের সরঞ্জাম এবং জনবল-সংকট রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নামে মাত্র কিছু ওষুধ দেওয়া হয় যা দিয়ে বহির্বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলে অসংখ্য রোগীর আগমন ঘটত এবং সঠিক সেবাও পেত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তেন মং বলেন, কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালের আর্থিক বরাদ্দ কোড তৈরি হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দ থেকে কিছু ওষুধ দিয়ে হাসপাতালটি চালু রাখা হয়েছে। ওখানে দুজন চিকিৎসক সংযুক্তি দেওয়া আছে। চিকিৎসক ও জনবল-সংকটের কথা চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবল-সংকটের কারণে ব্যাহত হচ্ছে সেবা। উদ্বোধনের পর আর চালু করা সম্ভব হয়নি অন্তবিভাগ। জোড়াতালি দিয়ে চালু রয়েছে হাসপাতালের বহির্বিভাগ।
তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ উপযুক্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে রোগীদের ভরসা একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ১৬ বছরেও মেলেনি সমাধান।
জানা যায়, হাসপাতালটি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে মাধবখালী ইউনিয়নে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়নের কিছু অংশ। উত্তরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন। পশ্চিমে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নসহ কাঁঠালতলী উপশহরের বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত হাসপাতালটি ২০০৬ সালে উদ্বোধন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কাগজে-কলমে জুনিয়র কনসালটেন্ট ৪ জন, ২ জন স্বাস্থ্য কর্মকর্তা, ৫ জন সিনিয়র স্টাফ নার্স, ২ জন ওয়ার্ড বয়, একজন করে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নিরাপত্তা প্রহরীসহ ২৩ টি পদ থাকার কথা। তবে বর্তমানে কর্মরত আছেন একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন ওয়ার্ড বয়।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য সেলিম হাওলাদার বলেন, হাসপাতালটি নামে আছে কাজে নেই। দিনের বেলায় দুজন চিকিৎসক এসে বহির্বিভাগে রোগী দেখে চলে যান।
কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতালের চিকিৎসক মো. রিয়াজুল ইসলাম বলেন, হাসপাতালের সরঞ্জাম এবং জনবল-সংকট রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নামে মাত্র কিছু ওষুধ দেওয়া হয় যা দিয়ে বহির্বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলে অসংখ্য রোগীর আগমন ঘটত এবং সঠিক সেবাও পেত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তেন মং বলেন, কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালের আর্থিক বরাদ্দ কোড তৈরি হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দ থেকে কিছু ওষুধ দিয়ে হাসপাতালটি চালু রাখা হয়েছে। ওখানে দুজন চিকিৎসক সংযুক্তি দেওয়া আছে। চিকিৎসক ও জনবল-সংকটের কথা চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪