Ajker Patrika

সবজি কিনতে হিমশিম ক্রেতা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০: ১৬
সবজি কিনতে হিমশিম ক্রেতা

নড়াইলের লোহাগড়া উপজেলায় হঠাৎ করে বেড়ে গেছে সবজির দাম। সব ধরনের সবজিই বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন ক্রেতারা।

গতকাল শনিবার লোহাগড়া বাজার, লক্ষ্মীপাশা বাজার, এডেন্দা বাজার, দিঘলিয়া বাজার, মানিকগঞ্জ বাজার, লাহুড়িয়া বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গিয়ে ক্রেতারা সবজি কিনতেই হিমশিম খাচ্ছেন। সব ধরনের সবজিই বাড়তি দামে কিনতে হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৮০ টাকা কেজি দরে, ফুল কপি বিক্রি হচ্ছে ১০০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা কেজি দরে, পেঁয়াজ ৭০ টাকা, রসুন ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৬০ টাকা, করলা ৭০ টাকা, শিম ১০০ টাকা, বরবটি শিম ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ১০০ টাকা কেজি দরে এবং লাউ প্রতি পিচ ৫০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। সয়াবিন তেল লিটার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মরিচ পাশা মরণ মোড় বাজারের সবজি ব্যবসায়ী মোসলেম শেখ বলেন, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় মরিচ গাছ মরে গেছে। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

লোহাগড়া বাজারের সবজি ব্যবসায়ী সুজন বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ কারণে সব সবজির দাম চড়া।

প্রসাদ কুমার গাইন নামে এক ক্রেতা বলেন, ‘বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজারে এসেছি ব্যাগ ভর্তি করে বাজার করব বলে। সব জিনিসের দাম বেশি। পকেটের টাকা শেষ। চাহিদা মতো বাজার করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত