Ajker Patrika

৯ ইউপিতে ৫২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১১
৯ ইউপিতে ৫২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ৯ ইউপিতে ৫২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই চাটখিলের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে।

রিটার্নিং কর্মকর্তাদের সূত্রে জানা যায়, নয় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন, ৮১টি ওয়ার্ডে সাধারণ সদস্য ৩৭৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দিয়েই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রার্থীরা। দোকানপাটেও চলছে ভোটের আলাপ আলোচনা আর হিসাব নিকাশ। গভীর রাত পর্যন্ত গ্রামাঞ্চলের চায়ের দোকানে চলছে আড্ডা।

গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ ডিসেম্বর প্রার্থিতা বাছাই এবং ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার।

২ নম্বর রামনারায়ণপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ভোটার মো. দেলোয়ার হোসেন বলেন, চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা আমাদের কাছে আসছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।’

নৌকার প্রার্থী হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপির এস এম বাকী বিল্লাহ বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’

সাহাপুর ইউপির গোলাম হায়দার কাজল বলেন, সুষ্ঠু ভোট হলে নির্বাচনে তিনি জয়ী হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রশাসনের প্রতি মোহাম্মদপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়লাভ করব।’

উল্লেখ্য, উচ্চ আদালত ৮ নম্বর নোয়াখলা ইউপির ভোটগ্রহণ ছয় মাসের জন্য স্থগিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি সবাইকে মেনে চলতে হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত