বাবুল আক্তার, পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় শিরীষগাছের মড়ক লেগেছে। ইতিমধ্যে উপজেলায় লক্ষাধিক গাছের মৃত্যু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হলেও তাতে তেমন কাজ হচ্ছে না।
জানা গেছে, খুলনার পাইকগাছা উপজেলায় ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাপকভাবে শিরীষগাছ মরে যাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক্ষাধিক শিরীষগাছ রয়েছে। এগুলোর অধিকাংশই ছত্রাকের আক্রমণে মরে যাচ্ছে। জীবিত গাছগুলো বাঁচাতে ও রোগটি চিহ্নিত করে প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
কপিলমুনি ইউনিয়নের হরিঢালী এলাকার বাসিন্দা জুলফিকার আলী বলেন, ‘আমাদের প্রায় ৩০টি শিরীষগাছ ছত্রাকে আক্রান্ত হয়েছে।কপিলমুনি ইউনিয়নের কৃষি উপসহকারীর কাছে পরামর্শ নিলে তিনি ছত্রাকনাশক ওষুধ ছিটানোর জন্য বলেন। ছত্রাকনাশক ওষুধ ছিটালেও কাজ হয়নি।’
জুলফিকার বলেন, এই এলাকার অধিকাংশ শিরীষগাছ মরে গেছে। জীবিত থাকতে যে গাছের দাম ২০-২৫ হাজার টাকা ছিল, এখন অর্ধেক দামে তা বিক্রি করতে হচ্ছে। পোকায় এমনভাবে গাছ মরে গেলে জ্বালানি সংকটসহ কাঠের সংকট দেখা দেবে।’
লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ৮০ শতাংশ শিরীষগাছ ছত্রাকে আক্রান্ত হয়ে মরে গেছে। যে গাছগুলো জীবিত আছে, সেগুলো আক্রান্ত হওয়ার পথে।’
কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, ‘আমরা বন বিভাগকে বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। এ মুহূর্তে এ পোকার আক্রমণ ঠেকাতে না পারলে এক বছরের মধ্যে পুরো উপজেলার গাছ মরে যাবে এবং পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে।’
বন বিভাগের কর্মকর্তা প্রেমানন্দ দাস বলেন, ‘১০টি ইউনিয়ন ও পৌরসভায় অধিকাংশ শিরীষগাছ মরে যাচ্ছে। আমি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আমরা প্রায় দুই বছর আগে এ পোকার নমুনা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পাঠালেও সেখান থেকে কোনো জবাব আসেনি। এ সপ্তাহে আবারও কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব, যাতে গাছগুলো বাঁচানো যায়।’
পাইকগাছা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ছত্রাকের আক্রমণে মরছে শিরীষগাছ। আমাদের কাছে বিভিন্ন কৃষক এ বিষয়ে পরামর্শ নিতে এসেছেন। আমরা তাঁদের বলেছি পানিতে সাবান-সোডা মিশিয়ে ছিটাতে। পরে ছত্রাকনাশক ওষুধ ছিটালে পোকা মারা যায়।ছত্রাকের আক্রমণ আবহাওয়ার কারণে হয়। ছত্রাক পোকার বিভিন্ন গোত্র রয়েছে। গোত্র চিহ্নিত করে ওষুধ ব্যবহার করতে পারলে গাছের মৃত্যুর সংখ্যা কমে যাবে।’
খুলনার পাইকগাছায় শিরীষগাছের মড়ক লেগেছে। ইতিমধ্যে উপজেলায় লক্ষাধিক গাছের মৃত্যু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হলেও তাতে তেমন কাজ হচ্ছে না।
জানা গেছে, খুলনার পাইকগাছা উপজেলায় ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাপকভাবে শিরীষগাছ মরে যাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক্ষাধিক শিরীষগাছ রয়েছে। এগুলোর অধিকাংশই ছত্রাকের আক্রমণে মরে যাচ্ছে। জীবিত গাছগুলো বাঁচাতে ও রোগটি চিহ্নিত করে প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
কপিলমুনি ইউনিয়নের হরিঢালী এলাকার বাসিন্দা জুলফিকার আলী বলেন, ‘আমাদের প্রায় ৩০টি শিরীষগাছ ছত্রাকে আক্রান্ত হয়েছে।কপিলমুনি ইউনিয়নের কৃষি উপসহকারীর কাছে পরামর্শ নিলে তিনি ছত্রাকনাশক ওষুধ ছিটানোর জন্য বলেন। ছত্রাকনাশক ওষুধ ছিটালেও কাজ হয়নি।’
জুলফিকার বলেন, এই এলাকার অধিকাংশ শিরীষগাছ মরে গেছে। জীবিত থাকতে যে গাছের দাম ২০-২৫ হাজার টাকা ছিল, এখন অর্ধেক দামে তা বিক্রি করতে হচ্ছে। পোকায় এমনভাবে গাছ মরে গেলে জ্বালানি সংকটসহ কাঠের সংকট দেখা দেবে।’
লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ৮০ শতাংশ শিরীষগাছ ছত্রাকে আক্রান্ত হয়ে মরে গেছে। যে গাছগুলো জীবিত আছে, সেগুলো আক্রান্ত হওয়ার পথে।’
কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, ‘আমরা বন বিভাগকে বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। এ মুহূর্তে এ পোকার আক্রমণ ঠেকাতে না পারলে এক বছরের মধ্যে পুরো উপজেলার গাছ মরে যাবে এবং পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে।’
বন বিভাগের কর্মকর্তা প্রেমানন্দ দাস বলেন, ‘১০টি ইউনিয়ন ও পৌরসভায় অধিকাংশ শিরীষগাছ মরে যাচ্ছে। আমি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আমরা প্রায় দুই বছর আগে এ পোকার নমুনা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পাঠালেও সেখান থেকে কোনো জবাব আসেনি। এ সপ্তাহে আবারও কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব, যাতে গাছগুলো বাঁচানো যায়।’
পাইকগাছা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ছত্রাকের আক্রমণে মরছে শিরীষগাছ। আমাদের কাছে বিভিন্ন কৃষক এ বিষয়ে পরামর্শ নিতে এসেছেন। আমরা তাঁদের বলেছি পানিতে সাবান-সোডা মিশিয়ে ছিটাতে। পরে ছত্রাকনাশক ওষুধ ছিটালে পোকা মারা যায়।ছত্রাকের আক্রমণ আবহাওয়ার কারণে হয়। ছত্রাক পোকার বিভিন্ন গোত্র রয়েছে। গোত্র চিহ্নিত করে ওষুধ ব্যবহার করতে পারলে গাছের মৃত্যুর সংখ্যা কমে যাবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪