Ajker Patrika

ঝালকাঠিতে অর্ধেকের বেশি পরিবহনশ্রমিক টিকা নেননি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১: ২১
ঝালকাঠিতে অর্ধেকের বেশি পরিবহনশ্রমিক টিকা নেননি

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে স্কুল-কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে গণপরিবহন, শপিং মল, দোকানপাট চালু রয়েছে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার ব্যবস্থা করেছে সরকার। কিন্তু টিকার আওতায় আসেননি ঝালকাঠির বিভিন্ন পরিবহনের শ্রমিকেরা। তাঁদের অর্ধেকের বেশি এখনো করোনার টিকা নেননি।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার কথা বলা হলেও ব্যবস্থা করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নও পরিবহন শ্রমিকদের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেয়নি। পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাস টার্মিনালে টিকাদান কর্মসূচির দাবি তাঁদের।

জানা গেছে, ঝালকাঠি আন্তজেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত সদস্য ৮১৩ জন। টিকা দেওয়ার ব্যবস্থা করেনি কেউ। তবে নিজ উদ্যোগে অনেকে করোনার টিকা নিয়েছেন।

ঝালকাঠি বাস টার্মিনালে কথা হয় এনা পরিবহনের বাসচালক সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, ‘টিকা কোন প্রক্রিয়ায় নিতে হয় তা জানি না। শ্রমিক ইউনিয়ন বা পরিবহন মালিকদের পক্ষ থেকেও টিকা নেওয়ার কথা বলা হয়নি। তবে গণটিকা কর্মসূচির কথা শুনেছি। কিন্তু কাজ ফেলে দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়ে টিকা নেওয়ার সময় হয়নি। এ ছাড়া টিকা নেওয়ার পর জ্বর আসে বলে শুনেছি। জ্বর এলে আবার কাজকর্ম বন্ধ থাকবে। তখন পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

সোহেল রানার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন চারপাশ থেকে আরও ছয়জন বাসচালক এবং সহকারী পাশে এসে দাঁড়ান। তাঁরা সোহেলের কথায় একমত প্রকাশ করেন। এই ছয়জনের মধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন মাত্র একজন। আরেকজন গণটিকার প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেননি। তবে টিকাদান কর্মসূচি আরও সহজ করতে টার্মিনালের ভেতরে অস্থায়ী টিকাদান কার্যক্রমের ব্যবস্থা করার দাবি তাঁদের।

বাসচালক সাইদুল আলম করোনার টিকা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ি চালাইয়া কুলাই না। টিকা নিমু কখন?’ তবে সুস্থতার জন্য অবশ্যই টিকা দেওয়া উচিত বলে স্বীকার করেন তিনি।

ঝালকাঠি আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিবহন শ্রমিকদের টিকা নেওয়ার ক্ষেত্রে গত কমিটির নেতারা কী করেছেন তা বলতে পারছি না। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে খোঁজ নিয়ে জেনেছি অর্ধেকেরও বেশি সদস্য করোনার টিকা নেননি। টার্মিনালে টিকা ক্যাম্পের ব্যবস্থা করলে সেখানে সার্টিফিকেট পেতে সমস্যা হয়। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে সবাইকে টিকার আওতায় আনার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত