Ajker Patrika

হাসান আজিজুল হকের উপন্যাসে ধারাবাহিক আগুনপাখি

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৮: ৪৯
হাসান আজিজুল হকের উপন্যাসে ধারাবাহিক আগুনপাখি

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘আগুন পাখি’। প্রচারিত হবে আগামী ১ আগস্ট সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, এস জে মোশন পিকচার্সের স্বত্বাধিকারী কাজী সাইফুল ইসলাম, পরিচালক পারভেজ আমিন এবং ধারাবাহিকটির শিল্পী ও কলাকুশলীরা।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে, শৈশবে মাতৃহারা হয় আমেনা। মাকে হারিয়ে আমেনা নিজেই যেন মা হয়ে ওঠে। কোলে তুলে নেয় ছোট ভাইকে। মায়ের মমতায় লালন করে তাকে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিলে অজানা আশঙ্কায় দুলে ওঠে আমেনার মন। কেমন হবে সৎমা? সময়ের নিয়মে অনিচ্ছাসত্ত্বেও আমেনাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। ভয়ে কাঁপে বুক। কেমন হবে নতুন সংসার? একান্নবর্তী সংসারের শ্বশুরবাড়িতে ঠাঁই হয় আমেনার। সময় গড়ায়।

 হাসান আজিজুল হকসামনে আসে বঙ্গভঙ্গের ঘটনা। সেই ঘটনার কিছু আঁচ এসে পড়ে আমেনার সংসারে। স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে গিয়ে মারা যায় আমেনার কিশোর বয়সী প্রথম পুত্রসন্তান। এই শোক নতুন মানুষ হিসেবে তৈরি করে কাহিনির নায়িকা আমেনাকে। পৃথিবীজুড়ে তখন শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই প্রভাবও এসে পড়ে এই বঙ্গদেশে, ভারতবর্ষে। বদলে যেতে শুরু করে জীবন।

আগুন পাখি মূলত সেই মেয়ের জীবনচরিত যার ছত্রে ছত্রে রয়েছে তার বড় হওয়া, বেড়ে ওঠার গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার এক যাত্রা। পারভেজ আমিনের পরিচালনায় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকি, বৈশাখীসহ অনেকে। এস জে মোশন পিকচার্স প্রযোজিত ধারাবাহিকটির লাইন প্রোডিউসার কিশোর খন্দকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত