Ajker Patrika

জম্মু ও কাশ্মীরে প্রচণ্ড নিপীড়ন

জম্মু ও কাশ্মীরে প্রচণ্ড নিপীড়ন

ভারতে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার তিন বছর পার হয়ে গেছে।এই তিন বছরে এ অঞ্চলের মানবাধিকারের চিত্র ঠিক কেমন ছিল, এ নিয়ে ৩১ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, তিন বছরে জম্মু ও কাশ্মীরে প্রচণ্ড দমন-নিপীড়নের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

সম্প্রতি প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল থেকেই এ অঞ্চলের মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতাসহ ব্যক্তিস্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে আন্দোলনের অধিকারের গুরুতর লঙ্ঘন করেছে সরকার।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে যে বিষয়গুলো অনুপস্থিত ছিল তা অ্যামনেস্টির প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। অ্যামনেস্টির মূল ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের আগস্ট থেকে সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের ওপর অন্তত ৬০টি নিপীড়নের ঘটনা ঘটেছে। চলতি বছরের জুলাই-আগস্টে জম্মু ও কাশ্মীরের সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী, সাবেক বিচারকসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ‘পুলিশ এনকাউন্টারের’ ঘটনা ঘটেছে। ৩৭০ ধারা বাতিলের পর থেকে একই সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা বেসামরিক নাগরিকদের বেআইনিভাবে হত্যা বেড়েছে ২০ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ