Ajker Patrika

আবারও জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ৩৪
আবারও জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত

আবারও জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতি। এ নিয়ে মোট তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার পেল প্রতিষ্ঠানটি। ৫০তম জাতীয় সমবায় দিবসে ষষ্ঠ বিভাগে ‘মৎস্য সমবায়ে’ এ পুরস্কার দেওয়া হয়।

গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রত্ন উজ্জ্বল চাকমার হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য—‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

জাতীয় পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মৎস্য সমিতির সভাপতি রত্ন উজ্জ্বল চাকমা। তিনি বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জাতীয় অবদান রাখতে প্রেরণার উৎস হবে।

প্রসঙ্গত ২০১১ সালে একই অবদানের জন্য সমবায় পুরস্কার লাভ করেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পুরস্কার হিসেবে রৌপ্যপদক লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

এলাকার খবর
Loading...