নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ দেশের কয়েকটি শহরে সীমিত পরিসরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। সুরক্ষা অ্যাপ জটিলতায় প্রতিটি শহর ও গ্রামে দিতে আরও কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিনে ঢাকার বাইরে চট্টগ্রামেও দেওয়া হয়েছে বুস্টার ডোজ। সব মিলিয়ে এ দিন এক হাজার ৩৫৫ জনকে করোনার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সুরক্ষা অ্যাপ এখনো সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় সবখানে এখনই শুরু করা যাচ্ছে না। ঢাকার বাইরে দিতে আরও কয়েক দিন লাগবে। আপাতত চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরে এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মানুষকে দেওয়া হবে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ৮টা থেকে শুরু হয় বুস্টার ডোজ দেওয়া। চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বেশির ভাগ কেন্দ্রে একই সময়ে শুরু হলেও কয়েকটিতে ১০টার পরে শুরু হয়। বয়স্ক ও করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করা ব্যক্তিদেরই আপাতত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালে প্রথম দিনে পাঁচ শ জনের অধিক বুস্টার ডোজ নিয়েছেন। প্রথম দিনে বুস্টার ডোজ নেন রাজধানীর বাসিন্দা ৭০ বছর বয়সী তপন কুমার রায়। তিনি বলেন, গতরাতে (সোমবার) এসএমএস পেয়ে আজ (গতকাল) টিকা নিতে এসেছি। আমি অ্যাস্ট্রাজেনেকের দুই ডোজের টিকা নিয়েছি। এখন ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয়েছে। কোনো ক্ষতি করে কিনা ভাবছি।
এদিকে দেশে করোনা শনাক্তের হার আবারও চার শ ছুঁই ছুঁই। নতুন করে আরও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার একজনের গতকাল মঙ্গলবার আরও এক নারীর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় বসবাসরত ৩৩ বছর বয়সী এক নারী ওমিক্রনের শিকার হয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ওই নারীর নমুনা সংগ্রহ করেছিল।
এর আগে গত সোমবার জিআইএসএআইডি জানায়, বাংলাদেশে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢাকার অবস্থান করা ৫৬ বছর বয়সী এক পুরুষের ওমিক্রন শনাক্ত হয়েছে। ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করেছিল। এর আগে গত ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে এখন পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
তবে আশার কথা হলো, নিম্নমুখী প্রাণহানির হার এখনো কম রয়েছে। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছে। মারা যাওয়া একমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ দেশের কয়েকটি শহরে সীমিত পরিসরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। সুরক্ষা অ্যাপ জটিলতায় প্রতিটি শহর ও গ্রামে দিতে আরও কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিনে ঢাকার বাইরে চট্টগ্রামেও দেওয়া হয়েছে বুস্টার ডোজ। সব মিলিয়ে এ দিন এক হাজার ৩৫৫ জনকে করোনার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সুরক্ষা অ্যাপ এখনো সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় সবখানে এখনই শুরু করা যাচ্ছে না। ঢাকার বাইরে দিতে আরও কয়েক দিন লাগবে। আপাতত চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরে এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মানুষকে দেওয়া হবে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ৮টা থেকে শুরু হয় বুস্টার ডোজ দেওয়া। চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বেশির ভাগ কেন্দ্রে একই সময়ে শুরু হলেও কয়েকটিতে ১০টার পরে শুরু হয়। বয়স্ক ও করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করা ব্যক্তিদেরই আপাতত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালে প্রথম দিনে পাঁচ শ জনের অধিক বুস্টার ডোজ নিয়েছেন। প্রথম দিনে বুস্টার ডোজ নেন রাজধানীর বাসিন্দা ৭০ বছর বয়সী তপন কুমার রায়। তিনি বলেন, গতরাতে (সোমবার) এসএমএস পেয়ে আজ (গতকাল) টিকা নিতে এসেছি। আমি অ্যাস্ট্রাজেনেকের দুই ডোজের টিকা নিয়েছি। এখন ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয়েছে। কোনো ক্ষতি করে কিনা ভাবছি।
এদিকে দেশে করোনা শনাক্তের হার আবারও চার শ ছুঁই ছুঁই। নতুন করে আরও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার একজনের গতকাল মঙ্গলবার আরও এক নারীর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় বসবাসরত ৩৩ বছর বয়সী এক নারী ওমিক্রনের শিকার হয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ওই নারীর নমুনা সংগ্রহ করেছিল।
এর আগে গত সোমবার জিআইএসএআইডি জানায়, বাংলাদেশে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢাকার অবস্থান করা ৫৬ বছর বয়সী এক পুরুষের ওমিক্রন শনাক্ত হয়েছে। ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করেছিল। এর আগে গত ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে এখন পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
তবে আশার কথা হলো, নিম্নমুখী প্রাণহানির হার এখনো কম রয়েছে। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছে। মারা যাওয়া একমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪