Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব

‘শতবর্ষের এই আলোকতীর্থে স্বাধীনতার এই বীজভূমে আমাদের সৃষ্টির এই উৎসব সত্তা ও স্বপ্নের ভাষায় করি কলরব’—এই আহ্বান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১’। ব্যবস্থাপনায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে এই নাট্যোৎসবে ৯টি নাটক মঞ্চস্থ হবে।

২১ মার্চ সন্ধ্যা ৭টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। সভাপতিত্ব করবেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান। নাট্যোৎসবের উদ্বোধনী দিনে সম্মাননা প্রদান করা হবে অভিনেতা রামেন্দু মজুমদারকে।

প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী দিন থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন মঞ্চস্থ হবে স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’, নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ৭টি নাটক—‘খারিজ’, ‘কোথায় পাব তারে’,‘রেপার্টরি থিয়েটার এ প্লে’, ‘দ্য শ্যাডো অব হামিংবার্ড’, ‘দ্য টু ক্যারেক্টার প্লে’, ‘শেষ গোধূলির ঘুম’ ও ‘নাথবতী অনাথবৎ’ মঞ্চস্থ হবে ২৭ থেকে ২৯ মার্চ। নির্দেশনা দিয়েছেন যথাক্রমে দেবাশীষ কুমার দে প্রশান্ত, মো. আশরাফুল ইসলাম, অপূর্ব চক্রবর্তী, ওয়াজেদ শাহরিয়ার হাশমী, নাদিরা আঞ্জুম মিমি, তাসলিমা হোসেন নদী, ইন্দ্রাণী দাশ নিশি। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মঞ্চস্থ হবে যাত্রাপালা রীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’। নির্দেশনা দিয়েছেন বিভাগীয় সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত