Ajker Patrika

নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২, বাড়ি ভাঙচুর

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ৪৬
নির্বাচন পরবর্তী সহিংসতায়  আহত  ১২, বাড়ি ভাঙচুর

কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ধূপাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২৫ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোটের দিন এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মুরগির ফার্মে আগুন ধরিয়ে দেন অন্য প্রার্থীর লোকজন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়। এর জেরে গতকাল সকালে আবার গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। তাঁদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল বেলা ১১টার দিকে নাছিরাকান্দা গ্রামে কলাকুপা গ্রামের লোকজন হামলা করতে আসছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এর আগে নির্বাচনের দিন রাতেও গ্রামবাসীকে সতর্ক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। এতে গ্রামে উত্তেজনা বিরাজ করে। তবে কোনো ধরনের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে থমথমে ভাব বিরাজ করছিল।

অন্যদিকে ছয়সূতী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল ছিল বার্ষিক পরীক্ষার দ্বিতীয় দিন। যেকোনো সময় সংঘর্ষ হতে পারে, এমন আতঙ্কে ছিল শিক্ষার্থীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদল বলেন, ‘শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে পরীক্ষা দিচ্ছে। কারও কোনো সমস্যা হয়নি। কয়েকজন অন্য কারণে পরীক্ষা দিতে আসেনি।’

কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‘ধূপাখালীর সহিংসতার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিই। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।’ তিনি আরও বলেন, নাছিরাকান্দা গ্রামের ঘটনায় দুই পক্ষ আজ মঙ্গলবার বৈঠক করে আপস-মীমাংসা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত