Ajker Patrika

অবৈধ স্ট্যান্ডে যানজট

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
অবৈধ স্ট্যান্ডে যানজট

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার বাজার এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এতে বাজার এলাকায় নিয়মিত সৃষ্টি হচ্ছে যানজটের। এর প্রভাব পড়ছে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও। ফলে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

তবে পৌরসভার প্রশাসক বলেছেন, সড়কের ওপরে থেকে অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সড়ক দখল করে দুই পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান রাখায় প্রায় সব সময়ই যানজট লেগে থাকে বাজারে। মাঝেমধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকতে হয় তাঁদের। এতে বিড়ম্বনায় পড়তে হয় পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে হাজরাবাড়ী বাজারে দেখা গেছে, মহাসড়ক দখল করে শতাধিক অটোরিকশা রাখা হয়েছে। এতে সৃষ্টি হয়েছে যানজটের। এ ছাড়া হাজরাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ফটকের পাশেও অবৈধ অটো স্ট্যান্ডের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

হাজরাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিম আক্তার বলেন, 'আমরা যখন সকালে স্কুলে আসি তখন দেখি গেটের পাশে অটোরিকশা ও চালকদের ভিড়। স্কুলের পাশে এই অবৈধ অটো স্ট্যান্ডের কারণে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্কুল থেকে সবাই একসঙ্গে বের হওয়ার সময় অটোরিকশার কারণে ঠিকমতো আমরা সবাই একসঙ্গে বের হতে পারি না।'

শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন, 'সড়ক দখল করে স্কুলের সামনে সব সময় অটোরিকশা দাঁড়িয়ে থাকে আমাদের অসহ্য লাগে। এ ছাড়া যানজটের কারণে স্কুলে যেতে কিংবা বাড়িতে ফিরতে দেরি হয়ে যায়।’ স্কুলের সামনে থেকে অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করার দাবি জানায় হাজরাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হাজরাবাড়ী বাজারের ব্যবসায়ীর রাশেদুল ইসলাম বলেন, সব সময় যানজট লেগেই থাকে। সড়কের অর্ধেকের বেশি জায়গা অটোরিকশা ও সিএনজির দখলে থাকে। অনেক দিন ধরে এই যানজটের দুর্ভোগে রয়েছেন তাঁরা। সড়ক থেকে অবৈধ অটো স্ট্যান্ড সরিয়ে দিলে যানজট আর হবে না বলে মনে করেন তিনি।

পথচারী দুলাল মিয়া বলেন, এই বাজারে কোনো ট্রাফিক পুলিশও নেই যে যানজট হলে সহযোগিতা করবে।

অটোরিকশাচালক শহীদুল্লাহ বলেন, 'গাড়ি রাখার লেইগ্যা আমাগো জাগার দরকার। কিন্তু অন্য কোনোখানে জায়গা নাই দেইখ্যা এইখানে গাড়ি রাখা হয়। এতে কিছুডা যানজট হয়। সব্বাই সড়কে ওপরেই গাড়িটা রাখে।'

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, 'পৌর প্রশাসক যদি আমাদের সহযোগিতা চান আমরা অবৈধ অটো স্ট্যান্ড উচ্ছেদে সহযোগিতা করব।’

এ বিষয়ে হাজরাবাড়ী পৌরসভা প্রশাসক ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, 'আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সড়কের উপর কোনো অটো স্ট্যান্ড থাকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগরিই অটো স্ট্যান্ড স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত