বলিউড ইন্ডাস্ট্রির জন্য বছরটা ছিল অম্লমধুর। বড় বাজেট, বড় তারকা, জমকালো আয়োজন—অনেক কিছু দেখিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি তারা। ফলে বছরজুড়ে শতাধিক সিনেমা মুক্তি পেলেও ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে মাত্র নয়টি। এই পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে বয়কটের ডাক আরও বিপদে ফেলেছে হিন্দি সিনেমাকে।
হিট
বছরটা ভালোই শুরু করেছিল বলিউড। দ্বিতীয় মাসেই বড়সড় হিটের দেখা পাওয়া গিয়েছিল। আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পায় ফেব্রুয়ারিতে। ১০০ কোটি রুপির কোঠা পেরিয়ে দ্রুতই ঢুকে পড়ে ২০০ কোটি রুপির ক্লাবেও। করোনার ধাক্কায় বিপর্যস্ত বলিউড এ সিনেমার হাত ধরেই অনেকটা ঘুরে দাঁড়ায়। পরের মাসে মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে বলিউডে আলোড়ন ফেলে দেয় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা। এর পেছনে অন্যতম কারণ ছিল সিনেমার বিতর্কিত রাজনৈতিক ও ধর্মীয় বিষয়। ‘ভুল ভুলাইয়া’ ও ‘দৃশ্যম’ সিনেমা দুটির সিক্যুয়েলও এ বছর ভালো ব্যবসা করেছে। বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে এ বছর চতুর্থ স্থানে আছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি জুটির ‘ভুল ভুলাইয়া ২’। আর ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেক করে বছর শেষে বক্স অফিস কাঁপিয়েছেন অজয় দেবগন। এ ছাড়া ‘রাধে শ্যাম’, ‘যুগ যুগ জিও’, ‘বিক্রম ভেদা’ সিনেমাও মোটামুটি ব্যবসা করেছে। আয়ের দিক থেকে বলিউডে এ বছরের সেরা সিনেমা অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’। বিশ্বব্যাপী ৪২৫ কোটি রুপি ব্যবসা করেছে রণবীর কাপুর-আলিয়া জুটির ব্রহ্মাস্ত্র।
ফ্লপ
এ বছর বড় তারকার প্রায় সব সিনেমাই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শহীদ কাপুরের স্পোর্টস ড্রামা ‘জার্সি’, টাইগার শ্রুফের ‘হিরোপান্তি ২’, অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’, রণবীর সিংয়ের ‘৮৩’, ‘সার্কাস’, অক্ষয়ের ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, রণবীর কাপুরের ‘শমসেরা’—ফ্লপের তালিকা বেশ দীর্ঘ।
বড় বাজেটের সিনেমা মুখ থুবড়ে পড়ায় তারকাদের পারিশ্রমিকের বিষয়টিও বড় হয়ে দেখা দিয়েছে। শাহরুখ, অক্ষয়, সালমান, আমিরের মতো তারকারা প্রতি সিনেমার জন্য যে পারিশ্রমিক হাঁকেন, তাতে মোট বাজেটের অর্ধেকই চলে যায়। বিশেষজ্ঞরা তাই আলাপ তুলেছেন, এই মুমূর্ষু অবস্থা থেকে বলিউডকে বাঁচাতে গেলে তারকাদের পারিশ্রমিক কমাতে হবে। গুরুত্ব দিতে হবে কনটেন্টের মানে। কারণ, শুধু তারকার নামের জোরে এখন দর্শক আর হলে আসছেন না।
দক্ষিণী দাপট
পরপর ফ্লপের ধাক্কায় বলিউড যখন দিশেহারা, তখন পথ দেখিয়েছে দক্ষিণী সিনেমা। ইয়াশের ‘কেজিএফ চ্যাপ্টার ২’, রামচরণ ও জুনিয়র এনটিআরের ‘আরআরআর’, কমল হাসানের ‘বিক্রম’, কার্থির ‘পোন্নিয়ান সেলভান ১’, বিজয়ের ‘বিস্ট’, মহেশ বাবুর ‘সরকারু ভারি পাতা’ সিনেমা শুধু ভারতে নয়, বিশ্বজুড়েই ফাটিয়ে ব্যবসা করেছে। সমালোচক মহলেও বলিউডের বাইরের সিনেমার গুরুত্ব বেড়েছে। এ বছর অস্কারে পাঠানো ভারতের ‘চেল্লো শো’ সিনেমাটি তৈরি হয়েছে গুজরাটি ভাষায়। শর্টলিস্টেও জায়গা পেয়েছে ‘চেল্লো শো’।
বলিউড ইন্ডাস্ট্রির জন্য বছরটা ছিল অম্লমধুর। বড় বাজেট, বড় তারকা, জমকালো আয়োজন—অনেক কিছু দেখিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি তারা। ফলে বছরজুড়ে শতাধিক সিনেমা মুক্তি পেলেও ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে মাত্র নয়টি। এই পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে বয়কটের ডাক আরও বিপদে ফেলেছে হিন্দি সিনেমাকে।
হিট
বছরটা ভালোই শুরু করেছিল বলিউড। দ্বিতীয় মাসেই বড়সড় হিটের দেখা পাওয়া গিয়েছিল। আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পায় ফেব্রুয়ারিতে। ১০০ কোটি রুপির কোঠা পেরিয়ে দ্রুতই ঢুকে পড়ে ২০০ কোটি রুপির ক্লাবেও। করোনার ধাক্কায় বিপর্যস্ত বলিউড এ সিনেমার হাত ধরেই অনেকটা ঘুরে দাঁড়ায়। পরের মাসে মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে বলিউডে আলোড়ন ফেলে দেয় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা। এর পেছনে অন্যতম কারণ ছিল সিনেমার বিতর্কিত রাজনৈতিক ও ধর্মীয় বিষয়। ‘ভুল ভুলাইয়া’ ও ‘দৃশ্যম’ সিনেমা দুটির সিক্যুয়েলও এ বছর ভালো ব্যবসা করেছে। বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে এ বছর চতুর্থ স্থানে আছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি জুটির ‘ভুল ভুলাইয়া ২’। আর ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেক করে বছর শেষে বক্স অফিস কাঁপিয়েছেন অজয় দেবগন। এ ছাড়া ‘রাধে শ্যাম’, ‘যুগ যুগ জিও’, ‘বিক্রম ভেদা’ সিনেমাও মোটামুটি ব্যবসা করেছে। আয়ের দিক থেকে বলিউডে এ বছরের সেরা সিনেমা অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’। বিশ্বব্যাপী ৪২৫ কোটি রুপি ব্যবসা করেছে রণবীর কাপুর-আলিয়া জুটির ব্রহ্মাস্ত্র।
ফ্লপ
এ বছর বড় তারকার প্রায় সব সিনেমাই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শহীদ কাপুরের স্পোর্টস ড্রামা ‘জার্সি’, টাইগার শ্রুফের ‘হিরোপান্তি ২’, অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’, রণবীর সিংয়ের ‘৮৩’, ‘সার্কাস’, অক্ষয়ের ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, রণবীর কাপুরের ‘শমসেরা’—ফ্লপের তালিকা বেশ দীর্ঘ।
বড় বাজেটের সিনেমা মুখ থুবড়ে পড়ায় তারকাদের পারিশ্রমিকের বিষয়টিও বড় হয়ে দেখা দিয়েছে। শাহরুখ, অক্ষয়, সালমান, আমিরের মতো তারকারা প্রতি সিনেমার জন্য যে পারিশ্রমিক হাঁকেন, তাতে মোট বাজেটের অর্ধেকই চলে যায়। বিশেষজ্ঞরা তাই আলাপ তুলেছেন, এই মুমূর্ষু অবস্থা থেকে বলিউডকে বাঁচাতে গেলে তারকাদের পারিশ্রমিক কমাতে হবে। গুরুত্ব দিতে হবে কনটেন্টের মানে। কারণ, শুধু তারকার নামের জোরে এখন দর্শক আর হলে আসছেন না।
দক্ষিণী দাপট
পরপর ফ্লপের ধাক্কায় বলিউড যখন দিশেহারা, তখন পথ দেখিয়েছে দক্ষিণী সিনেমা। ইয়াশের ‘কেজিএফ চ্যাপ্টার ২’, রামচরণ ও জুনিয়র এনটিআরের ‘আরআরআর’, কমল হাসানের ‘বিক্রম’, কার্থির ‘পোন্নিয়ান সেলভান ১’, বিজয়ের ‘বিস্ট’, মহেশ বাবুর ‘সরকারু ভারি পাতা’ সিনেমা শুধু ভারতে নয়, বিশ্বজুড়েই ফাটিয়ে ব্যবসা করেছে। সমালোচক মহলেও বলিউডের বাইরের সিনেমার গুরুত্ব বেড়েছে। এ বছর অস্কারে পাঠানো ভারতের ‘চেল্লো শো’ সিনেমাটি তৈরি হয়েছে গুজরাটি ভাষায়। শর্টলিস্টেও জায়গা পেয়েছে ‘চেল্লো শো’।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫