Ajker Patrika

তিন হ্যাচারির দুটিই পরিত্যক্ত মাটির কুয়াতেই ভরসা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯: ৩০
তিন হ্যাচারির দুটিই পরিত্যক্ত মাটির কুয়াতেই ভরসা

এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। প্রতিবছরের এপ্রিল-মে মাসে বজ্রপাতের সঙ্গে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে এই হালদা নদীতে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মা-মাছ ডিম ছাড়ে। ডিম ছাড়ার মৌসুমে ডিম আহরণে ব্যস্ত সময় পার করেন হালদাপাড়ের ডিম সংগ্রহকারীরা।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর ২০১২ সালের দিকে হালদা নদীর রাউজান অংশে কয়েক কোটি টাকা ব্যয়ে কাগতিয়া, পশ্চিম গহিরা ও মোবারকখিল এলাকায় তিনটি হ্যাচারি নির্মাণ করে। নির্মাণের কয়েক বছরের মধ্যে দুটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে। মোবারকখিল হ্যাচারি সচল থাকলেও রক্ষণাবেক্ষণে স্থায়ী জনবল না থাকায় জেনারেটর চুরিসহ অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। ফলে সচল একমাত্র হ্যাচারির শতভাগ সুফল পাচ্ছেন না ডিম আহরণকারীরা।

সরকারি অর্থায়নে নির্মিত হ্যাচারি নষ্ট থাকায় বিগত মৌসুমের মতো চলতি ডিম ছাড়ার মৌসুমেও সুফলবঞ্চিত ডিম আহরণকারীরা মান্ধাতার আমলের মাটির কুয়ার ওপর নির্ভর করতে হচ্ছে।

ডিম আহরণকারীরা জানান, হালদা নদী থেকে নিষিক্ত ডিম আহরণ শেষে মান্ধাতার আমলের মাটির কুয়ায় রেণু ফোটাতে গিয়ে বেশির ভাগ ডিম নষ্ট হয়ে যায়। ফলে প্রতিবছর কোটি কোটি টাকার মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

হালদা নদীর ডিম আজিমের ঘাট এলাকার ডিম আহরণকারী, আইডিএফ স্বেচ্ছাসেবক রোশাঙ্গীর আলম ও কাগতিয়া গোলজার পাড়ার শফিউল আলম বলেন, সরকারি তিনটি হ্যাচারির দুটি সম্পূর্ণ অকেজো থাকায় মান্ধাতার আমলের মাটির কুয়াতেই ভরসা করা ছাড়া কোনো উপায় নেই।

মোবারকখিল হ্যাচারির অস্থায়ী কর্মচারী সুমন বড়ুয়া বলেন, ‘হ্যাচারির কুয়ার মধ্যে কয়েকটি শতভাগ প্রস্তুত নেই। অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও ৭-৮ মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২৬ মে ও ২ জুন মোট দুই দফায় তিন শতাধিক নৌকাযোগে ছয় শতাধিক ডিম সংগ্রহকারী নদীর আমতুয়া, নাপিতের ঘাট, আজিমের ঘাট, সোনাইমুখ, অংকুরিঘোনা পয়েন্টে অবস্থান নিয়ে ৮ হাজার ৫০০ কেজি ডিম সংগ্রহ করেন। আহরিত ডিম থেকে ১০৫ দশমিক ৭২৫ কেজি রেনু উৎপাদিত হয়। মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হওয়ায় উপজেলা মৎস্য অফিসের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, ‘নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। সরকারি তিনটা হ্যাচারির দুটি পরিত্যক্ত হলেও মোবারেকখিল হ্যাচারিকে আমরা প্রস্তুত রেখেছি। পাশাপাশি মাটির কুয়ায় যাতে ডিম নষ্ট না হয়, সেই বিষয়ে আমরা ডিম আহরণকারীদের সার্বিক পরামর্শ প্রদান করছি। আশা করছি চলতি মৌসুমে হালদা নদী থেকে আশানুরূপ ডিম সংগ্রহ করা যাবে।’

সচেতন মহলের মতে, হালদা নদীতে প্রাকৃতিক মৎস্য প্রজননের যে বিপুল সম্ভার, তা কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতি হবে আরও সমৃদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত