Ajker Patrika

ভ্যানে ঘুরে ফুলের চারা বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৭
ভ্যানে ঘুরে ফুলের চারা বিক্রি

ঝালকাঠিতে সড়ক, অলিগলিতে ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে নানান প্রজাতির ফুল। দেশি প্রজাতির পাশাপাশি বিক্রি হচ্ছে বিদেশি ফুলের চারাও। এসব ফুলের চারা আনা হয় পাশের পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা থেকে। জেলার বিভিন্ন হাটের দিন উপলক্ষে এ চারা সরবরাহ করা হয়ে থাকে।

জানা গেছে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঝালকাঠি উপজেলায়, রোববার ও বৃহস্পতিবার রাজাপুর উপজেলার বাগড়ি এবং রোববার ও বুধবার কাঁঠালিয়ার জোমাদ্দারহাটে বিক্রির জন্য স্বরূপকাঠি থেকে নৌকায় করে ফুলের চারা আনেন বিক্রেতারা। হাটে বিক্রি শেষে স্থানীয় পাইকার অবশিষ্ট ফুলের চারা কিনে নেন। পরে ভ্যানগাড়িতে ঘুরে ও রাস্তার মোড়ে মোড়ে বিক্রি করা হয় ফুলের চারা।

বাজার ঘুরে দেখা গেছে, নৌকায় করে বিভিন্ন প্রজাতির ফুলের চারা আনা হয়। এসব ফুলের চারার মধ্যে রয়েছে গোলাপ, বেলি, পাতাবাহার, হাসনুহানা, চন্দ্রমল্লিকা, গাঁদা, সিলভিয়া, কসমস, গ্ল্যাডিওলাসসহ বিভিন্ন প্রজাতির ফুল। বিক্রেতারা বলেন, এখন ফাল্গুন মাস। ফাল্গুন মাসজুড়ে চলে ফুলের চারা বিক্রি। বিভিন্ন হাটে চারা বিক্রি করে বাড়তি আয় করেন ব্যবসায়ীরা। অনেক ফুলচাষিও নিজেদের নার্সারিতে চারা উৎপাদন করে হাটে বিক্রি করেন। অনেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুলের চারা সংগ্রহ করে ভ্যানে নিয়ে বিক্রি করেন।

খুচরা বিক্রেতা আবুল কালাম বলেন, ‘প্রতি সপ্তাহে হাটের দুদিন ফুলের চারা আসে। আমরা (খুচরা বিক্রেতা) সেখান থেকে পাইকারি দরে কিনে নিই। চারা অনুযায়ী ৩০-২০০ টাকা পর্যন্ত বিক্রি করি। প্রতিটি চারা পলিথিনের প্যাকেটে থাকায় মাটি ক্ষয়ের আশঙ্কা থাকে না। পরে ক্রেতা ওই পলিথিন ফেলে দিয়ে টবে বা মাটিতে খুব সহজেই রোপণ করতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

এলাকার খবর
Loading...