Ajker Patrika

আখের ভালো ফলনে বাড়ছে আবাদ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২২, ১৩: ২৭
Thumbnail image

চৌদ্দগ্রামে চলতি মৌসুমে আখের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে ফসলটির আবাদ বেড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পৌরসভা ও ১৩ ইউনিয়নে প্রায় ৩৫ হেক্টর জমিতে ২০৮ এবং স্থানীয় জাত বিএফআরআই ৪২-সহ (রংবিলাস) একাধিক জাতের আখের কাটিং রোপণ করেন প্রান্তিক কৃষকেরা। যা এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, আখখেতের পরিচর্যা করছেন কৃষকেরা। মাচা বাঁধা থেকে শুরু করে আগাছা দূর করতে ব্যস্ত তাঁরা। যদিও আখ উঠতে এখনো চার থেকে পাঁচ মাস বাকি। তবে আখের ফলনে কৃষকের মুখে হাসি দেখা গেছে। উপজেলা কৃষি অফিস থেকে এবার পাঁচজন কৃষককে মাঠ প্রদর্শনী অংশ হিসেবে বিনা মূল্যে সার ও কাটিং দেওয়া হয়। চোরের হাত থেকে আখ রক্ষা করতে রাতে-দিনে পাহারা দিচ্ছেন কৃষকেরা।

উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের কৃষক মো. ইসাক মিয়া বলেন, ‘২৭ শতক জমিতে এবার আখ চাষ করেছি। গাছ বড় হয়ে গেছে। আশা করি, তাড়াতাড়ি আখ মিষ্টি হবে। পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে ফসল বিক্রি শুরু করব।’

একই অভিমত ব্যক্ত করেন কৃষক সামছুল হক। তিনি বলেন, ‘স্থানীয় জাত রংবিলাস আখ খুবই ভালো হয়েছে। আখ চাষে খরচ কম। ভালো ফলন হওয়ায় এবার লাভ বেশি হবে বলে আশা করছি।’

কাশিনগর ইউনিয়নের বল্লবপুর গ্রামের কৃষক মো. রমজান আলী বলেন, ‘উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমি ৪৪ শতক জমিতে আখ চাষ করি। আমন ও বোরো চাষের চেয়ে আখে খরচ কম। আখের ফলন আশানুরূপ হওয়ায় ভালো লাভ হবে বলে আশা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘এবার উপজেলায় ৩৫ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। কৃষি অফিস থেকে প্রান্তিক কৃষকদের সার ও আখের কাটিং দেওয়া হয়েছে। আখ চাষ বেশি লাভজনক হওয়ায় কৃষকের ধীরে ধীরে এ ফসল চাষে আগ্রহ বেড়েছে। ভবিষ্যতে আখের চাষ আরও বাড়াতে মাঠকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত