Ajker Patrika

সীমান্তে কৃষককে বিএসএফের নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩: ১৫
সীমান্তে কৃষককে বিএসএফের নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রুহুল আমিন নামের এক কৃষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক রুহুলের বাড়ি উপজেলার নেকমরদ ইউনিয়নের ভদ্রেশ্বরী ভেলাপুকুর গ্রামে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও জেলা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ক্লিনিকের মেডিকেল সহযোগী লতিফা আকতার জানান, রুহুল আমিনের পুরো শরীরে আঘাত করা হয়েছে।

চিকিৎসাধীন রুহুল আমিন জানান, ‘বাংলাদেশের অভ্যন্তরে কুলিক নদীর ধারে জমি চাষ করছিলেন তিনি। এ সময় সাদা পোশাকধারী দুই ব্যক্তি নদীতে মাছ ধরা শুরু করেন। পরে তাঁরা এসে রুহুলকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে নিয়ে যান। পাঁচজন মিলে পেটায়। বেলা দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাঁকে ছেড়ে দেন।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির জগদল সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার রাজ্জাকুল হায়দার বলেন, রুহুল আমিন জিরো লাইনে হালচাষ করতে যান। এ সময় সাদা পোশাকধারীরা তাঁকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে। সাদা পোশাকে থাকায় তারা বিএসএফ কিনা জানা যায়নি। তবে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত