Ajker Patrika

দুই নারীর প্রতিবাদের গল্প ‘মেঘনা কন্যা’

দুই নারীর প্রতিবাদের গল্প ‘মেঘনা কন্যা’

দুই নারীর প্রতিবাদী গল্প নিয়ে ফুয়াদ চৌধুরী নির্মাণ করবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। মুখ্য দুই নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি ও নওশাবা। ববি থাকছেন প্রজ্ঞা চরিত্রে আর নওশাবা হাসি চরিত্রে।

সিনেমার গল্প বলতে গিয়ে নির্মাতা জানালেন, প্রজ্ঞা শহরের মেয়ে, আর হাসি গ্রামের। ক্যাম্পাসে একটি অনুষ্ঠান আছে। সেখানে নাচতে চায় প্রজ্ঞা। কিন্তু তার বয়ফ্রেন্ড ব্যাপারটা পছন্দ করে না। এ নিয়ে দুজনের সম্পর্কের অবনতি ঘটে। প্রজ্ঞা চলে যায় গ্রামের বাড়ি উলানিয়ায়। সেখানে সে মুখোমুখি হয় নতুন এক অভিজ্ঞতার। গ্রামের এক পুরোনো ভবনের মধ্যে প্রজ্ঞা খুঁজে পায় টেরাকোটা। সেই টেরাকোটায় কী যে সুন্দর ডান্সের ফর্ম! গ্রামে এমন নাচ নাকি নাচতে পারত একজনই; নাম তার হাসি। হাসির সন্ধানে নামে প্রজ্ঞা। কিন্তু গ্রামের মেয়ে হাসি তখন অখ্যাত এক পতিতাপল্লিতে বন্দী। একসময় সেখান থেকে পালিয়ে গ্রামে ফিরে আসে হাসি। প্রজ্ঞা ছুটে যায় তার কাছে।

দালাল নুরুল আর গ্রামের চেয়ারম্যানের সংঘবদ্ধ চক্র হাসিকে আবার পাচার করতে উদ্যত হয়। বাধা হয়ে দাঁড়ায় প্রজ্ঞা। কিন্তু চাইলেই কি এত দিনের সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে জয়ী হতে পারবে তারা? এমন গল্পেই সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। গত বুধবার ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় সিনেমার মহরত। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘মেঘনা কন্যা নারীপ্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শিকল ভেঙে তাঁদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি আমার দুর্বলতা সব সময়ের। চিত্রনাট্য পরিবর্তন না হলে এ সিনেমায় নতুন এক ববিকে দেখতে পাবেন দর্শকরা।’

নওশাবা বলেন, ‘হাসি চরিত্রটি একজন নৃত্যশিল্পীর। তাঁর জীবনসংগ্রামের গল্পই মূখ্য হয়ে ধরা দেয় সিনেমায়। আমি ভীষণ খুশি আমাকে এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নির্বাচিত করায়।’

আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন সাজ্জাদ হোসোইন, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত