Ajker Patrika

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ শিক্ষকদের নতুন কর্মসূচি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ১৪ মে ২০২২, ১১: ৩২
সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ শিক্ষকদের নতুন কর্মসূচি

কোনো সিদ্ধান্ত ছাড়াই বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ২৭ কলেজশিক্ষকের বৈঠক শেষ হয়েছে। পরে তাঁরা নতুন কর্মসূচি হিসেবে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জনসহ কলেজের সব ধরনের কার্যক্রম থেকে তাঁরা বিরত থাকার ঘোষণা দেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকে দাবি আদায় না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষক পরিষদ।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম বলেন, উপজেলা সদরে প্রতিষ্ঠিত নাইক্ষ্যংছড়ি হাজী কালাম সরকারি ডিগ্রি কলেজটি একটি আদর্শ প্রতিষ্ঠান। শিক্ষকেরা যুগের অধিক ধরে বিনা বেতনে চাকরি করেছেন। এতদিন ফান্ডে টাকা না থাকায় তখন তাঁরা বেতন-ভাতা নেননি। কিন্তু এখন প্রতিষ্ঠানটির সে অবস্থা নেই। ফান্ডে প্রায় ৪২ লাখ টাকা রয়েছে। তাদের ৭৫ শতাংশ বেতন দিলে ব্যয় হবে মাত্র সাড়ে ৭ লাখ টাকা। তাতে কলেজের কোনো ক্ষতি হবে না। কিন্তু তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন পাওয়া তো তাঁদের যৌক্তিক দাবি।

অধ্যাপক শাহ আলম আরও বলেন, এ অবস্থায় তাঁরা কলেজ অধ্যক্ষকে অনুনয়-বিনয় করে বুঝিয়েছেন। তবু ঈদের আগে তাঁরা ঈদ বোনাস পাননি। নিগৃহীত পরিবারের সদস্যদের কাছে অপমানিত এসব শিক্ষক শেষাবধি কর্মসূচিতে যান গত্যন্তর না দেখে। এ কারণে গত ৭ মে সকাল থেকে ক্লাস থেকে তাঁরা বিরত থাকেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। কিন্তু ক্লাস বর্জনের মতো কর্মসূচি ঠিক হয়নি।

কলেজের অর্থ ও অন্যান্য বিষয়ের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, স্ট্যান্ডিং কমিটির রেজুলেশন নেই। আর ৭৫ শতাংশ বোনাসে সরকারি সিদ্ধান্তও নেই। তাই তিনি নিজ থেকে ঈদ বোনাস দিতে পারেন না। বিষয়টি তিনি বান্দরবান জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত