অনুলিখন: মুসাররাত আবির
‘মা-বাবা চেয়েছিলেন দেশে থেকেই বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করি। কিন্তু সুযোগ পেয়ে যাই এমআইটিতে, বুয়েটেও ২১তম হয়েছিলাম।’ এমআইটিতে আবেদন করার নানা দিক নিয়ে এভাবেই নিজের অভিজ্ঞতার আলোকে উচ্চশিক্ষাবিষয়ক গল্প জানিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুবহা নাওয়ার পুষ্পিতা।
অলিম্পিয়াড থেকেই শুরু
স্কুলপর্যায়েই আমি বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে অংশ নিতাম। ক্লাস নাইনে ম্যাথ ক্যাম্প থেকে জানতে পারি, অলিম্পিয়াডে ভালো ফল করা মানুষগুলো বাইরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তখনো চিন্তা করিনি যে আমিও তাঁদেরই একজন হব। ২০১৮ সালে আইএমও কোচের থেকে এমআইটি সম্পর্কে জেনে এক মাসের মাথায় সেখানে আবেদন করে ফেলি। যেহেতু গণিতের প্রতি ঝোঁক ছিল, তাই ঠিক করি গণিত নিয়েই পড়ব।গণিতের আনন্দ
শুধু গণিত অলিম্পিয়াড নয়, ফিজিকস, কেমিস্ট্রি অলিম্পিয়াডও করতাম। তবে গণিত অলিম্পিয়াডগুলোয় বেশি অংশ নিতাম। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর একটা গাণিতিক সমস্যা সমাধানের যে কী আনন্দ, সেটা না করলে বোঝা যাবে না।
দক্ষতাটাই দেখা হয়
২০১৭-১৮ সালে প্রতিদিন তিন-চার ঘণ্টা, এমনকি ছয় মাস সময়ও আমি একটা প্রশ্ন সমাধানের পেছনে দিয়েছি। আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন, আপনার সমস্যা সমাধানের দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। আমি গণিত ক্যাম্প থেকে শিখতে পেরেছি একটা সমস্যা নিজে থেকে কীভাবে সমাধান করা যায়। এটা শুধু গণিতের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনেও কাজে লাগে। আর এমআইটিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপনার এই দক্ষতাটাই দেখা হয়, স্রেফ পদক সংখ্যা না।
সময় নিয়ে প্রস্তুতি
আমি নিজে হুট করে সিদ্ধান্ত নিলেও, আপনার উচিত হাতে কমপক্ষে ৬-১২ মাস সময় নিয়ে নিজেকে প্রস্তুত করা। কারণ এমআইটিসহ বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় দেখতে চায় পড়ালেখায় কে কতটা ভালো, আবেদনকারী মানুষ হিসেবে কেমন, তার আগ্রহের বিষয় থেকে সে কী কী করেছে, সে কীভাবে সংকটময় পরিস্থিতি সামাল দিয়েছে ইত্যাদি। কোনো শিক্ষার্থীর আগ্রহ থাকতে পারে বিজ্ঞানে, খেলাধুলায়, সংগীতে, সাহিত্যে। আর এই আগ্রহ থাকার ব্যাপারটি শুধু বললেই হবে না, দেখাতে হবে নিজের আবেদনপত্রে বিভিন্ন রচনার মাধ্যমে। যেহেতু মাত্র ৩ দশমিক ৪ শতাংশ বিদেশি শিক্ষার্থী নেওয়া হয়, তাই দেখা যায় যাঁদের সহশিক্ষা কার্যক্রম অন্যদের তুলনায় বেশি, তাঁরাই শেষ পর্যন্ত টিকে যান।
আকর্ষণীয় আবেদনপত্র
প্রতিযোগিতাটা বেশি, কাজেই উচ্চমাধ্যমিকে ভালো ফল অর্জন করে, পড়াশোনার বাইরে ভালো কাজ করে, আবেদনপত্রের প্রশ্নগুলোর সুন্দর জবাব দিয়ে নিজের আবেদনপত্র সব দিক দিয়ে আকর্ষণীয় করে তোলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। শুধু যে অলিম্পিয়াডে অংশ নিতে হবে, তা না। আপনি চাইলে যুক্ত থাকতে পারেন কোনো স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে। তবে যে বিষয়েই যুক্ত থাকেন না কেন, তা যেন আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এমন কিছু যা থেকে আপনার সম্পর্কে জানা যাবে, যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে কাজ করছেন।
মেডেল পাওয়াই সবকিছু নয়
ওয়েবসাইটে কাজ করা, গণিত ক্যাম্পে ক্লাস নেওয়া ও খাতা দেখা, স্কুলে হেডগার্লের দায়িত্ব পালন করা সবকিছু থেকেই শিখেছি। শুধু মেডেল পাওয়াই সবকিছু নয়, এসব থেকে আপনি জীবনে কী শিখলেন, সেটাই ভর্তি কমিটি দেখবে। আর আপনার সহশিক্ষা কার্যক্রম যদি এমন কিছু হয়, যেটায় অনেক ধৈর্য, অধ্যবসায় ও পরিশ্রমের প্রয়োজন, তাহলে অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন।
বিশেষ বিষয়ে পারদর্শী
এমআইটির সবাই যে শুধু অলিম্পিয়াডে ভালো, তা না। এটা অনেকটা একসঙ্গে পাহাড়ে ওঠার মতো। একটা পাহাড়ে উঠতে গেলে শুধু ট্র্যাকিংয়েই ভালো হলে হয় না, কাউকে রান্না জানতে হয়, কেউ অসুস্থ হয়ে গেলে তাকে ফার্স্ট এইড দেওয়ার মতো দক্ষও হতে হয়। তেমনি এমআইটিতেও সবাই কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ পারদর্শী। এমন কিছুতে পারদর্শী হতে হবে, যা সমাজে পরিবর্তন আনবে।
সুবহা নাওয়ার পুষ্পিতা: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
‘মা-বাবা চেয়েছিলেন দেশে থেকেই বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করি। কিন্তু সুযোগ পেয়ে যাই এমআইটিতে, বুয়েটেও ২১তম হয়েছিলাম।’ এমআইটিতে আবেদন করার নানা দিক নিয়ে এভাবেই নিজের অভিজ্ঞতার আলোকে উচ্চশিক্ষাবিষয়ক গল্প জানিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুবহা নাওয়ার পুষ্পিতা।
অলিম্পিয়াড থেকেই শুরু
স্কুলপর্যায়েই আমি বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে অংশ নিতাম। ক্লাস নাইনে ম্যাথ ক্যাম্প থেকে জানতে পারি, অলিম্পিয়াডে ভালো ফল করা মানুষগুলো বাইরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তখনো চিন্তা করিনি যে আমিও তাঁদেরই একজন হব। ২০১৮ সালে আইএমও কোচের থেকে এমআইটি সম্পর্কে জেনে এক মাসের মাথায় সেখানে আবেদন করে ফেলি। যেহেতু গণিতের প্রতি ঝোঁক ছিল, তাই ঠিক করি গণিত নিয়েই পড়ব।গণিতের আনন্দ
শুধু গণিত অলিম্পিয়াড নয়, ফিজিকস, কেমিস্ট্রি অলিম্পিয়াডও করতাম। তবে গণিত অলিম্পিয়াডগুলোয় বেশি অংশ নিতাম। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর একটা গাণিতিক সমস্যা সমাধানের যে কী আনন্দ, সেটা না করলে বোঝা যাবে না।
দক্ষতাটাই দেখা হয়
২০১৭-১৮ সালে প্রতিদিন তিন-চার ঘণ্টা, এমনকি ছয় মাস সময়ও আমি একটা প্রশ্ন সমাধানের পেছনে দিয়েছি। আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন, আপনার সমস্যা সমাধানের দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। আমি গণিত ক্যাম্প থেকে শিখতে পেরেছি একটা সমস্যা নিজে থেকে কীভাবে সমাধান করা যায়। এটা শুধু গণিতের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনেও কাজে লাগে। আর এমআইটিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপনার এই দক্ষতাটাই দেখা হয়, স্রেফ পদক সংখ্যা না।
সময় নিয়ে প্রস্তুতি
আমি নিজে হুট করে সিদ্ধান্ত নিলেও, আপনার উচিত হাতে কমপক্ষে ৬-১২ মাস সময় নিয়ে নিজেকে প্রস্তুত করা। কারণ এমআইটিসহ বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় দেখতে চায় পড়ালেখায় কে কতটা ভালো, আবেদনকারী মানুষ হিসেবে কেমন, তার আগ্রহের বিষয় থেকে সে কী কী করেছে, সে কীভাবে সংকটময় পরিস্থিতি সামাল দিয়েছে ইত্যাদি। কোনো শিক্ষার্থীর আগ্রহ থাকতে পারে বিজ্ঞানে, খেলাধুলায়, সংগীতে, সাহিত্যে। আর এই আগ্রহ থাকার ব্যাপারটি শুধু বললেই হবে না, দেখাতে হবে নিজের আবেদনপত্রে বিভিন্ন রচনার মাধ্যমে। যেহেতু মাত্র ৩ দশমিক ৪ শতাংশ বিদেশি শিক্ষার্থী নেওয়া হয়, তাই দেখা যায় যাঁদের সহশিক্ষা কার্যক্রম অন্যদের তুলনায় বেশি, তাঁরাই শেষ পর্যন্ত টিকে যান।
আকর্ষণীয় আবেদনপত্র
প্রতিযোগিতাটা বেশি, কাজেই উচ্চমাধ্যমিকে ভালো ফল অর্জন করে, পড়াশোনার বাইরে ভালো কাজ করে, আবেদনপত্রের প্রশ্নগুলোর সুন্দর জবাব দিয়ে নিজের আবেদনপত্র সব দিক দিয়ে আকর্ষণীয় করে তোলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। শুধু যে অলিম্পিয়াডে অংশ নিতে হবে, তা না। আপনি চাইলে যুক্ত থাকতে পারেন কোনো স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে। তবে যে বিষয়েই যুক্ত থাকেন না কেন, তা যেন আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এমন কিছু যা থেকে আপনার সম্পর্কে জানা যাবে, যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে কাজ করছেন।
মেডেল পাওয়াই সবকিছু নয়
ওয়েবসাইটে কাজ করা, গণিত ক্যাম্পে ক্লাস নেওয়া ও খাতা দেখা, স্কুলে হেডগার্লের দায়িত্ব পালন করা সবকিছু থেকেই শিখেছি। শুধু মেডেল পাওয়াই সবকিছু নয়, এসব থেকে আপনি জীবনে কী শিখলেন, সেটাই ভর্তি কমিটি দেখবে। আর আপনার সহশিক্ষা কার্যক্রম যদি এমন কিছু হয়, যেটায় অনেক ধৈর্য, অধ্যবসায় ও পরিশ্রমের প্রয়োজন, তাহলে অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন।
বিশেষ বিষয়ে পারদর্শী
এমআইটির সবাই যে শুধু অলিম্পিয়াডে ভালো, তা না। এটা অনেকটা একসঙ্গে পাহাড়ে ওঠার মতো। একটা পাহাড়ে উঠতে গেলে শুধু ট্র্যাকিংয়েই ভালো হলে হয় না, কাউকে রান্না জানতে হয়, কেউ অসুস্থ হয়ে গেলে তাকে ফার্স্ট এইড দেওয়ার মতো দক্ষও হতে হয়। তেমনি এমআইটিতেও সবাই কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ পারদর্শী। এমন কিছুতে পারদর্শী হতে হবে, যা সমাজে পরিবর্তন আনবে।
সুবহা নাওয়ার পুষ্পিতা: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫