Ajker Patrika

বটগাছ থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ৩১
Thumbnail image

বদরগঞ্জে বটগাছ থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট মাদ্রাসাপাড়া গ্রামে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত তরুণীর নাম মোসরেফা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের দিনমজুর মোকছেদুল হকের মেয়ে।

মোকছেদুলের দাবি, তাঁর মেয়ের মানসিক সমস্যা ছিল। এ কারণে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ইউনিয়ন পরিষদের সদস্য হারুন খান জানান, মেয়েটির আগে দুটি বিয়ে হয়েছিল। তবে সংসার রক্ষা না হওয়ায় ছয় মাস আগে আরেক ছেলের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েটি স্বামীর বাড়িতে একবার গিয়েছিল।

মোসরেফার মা আতোয়ারা বেগম বলেন, তাঁর মেয়ে রাতে তাঁদের সঙ্গেই ছিলেন। সকালে তিনি ইটভাটায় কাজ করতে যান। পরে শোনেন মেয়ের লাশ গাছে ঝুলে আছে। আতোয়ারারও দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মোসরেফার বাড়ি থেকে তিন শ গজ দূরে একটি গাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত