Ajker Patrika

নির্বাচনে অংশ নেওয়ায় যুবদল নেতাকে শোকজ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ০৮
Thumbnail image

খাগড়াছড়ির মানিকছড়িতে দলের সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা যুব দলের আহ্বায়ককে কারণ দর্শাতে (শোকজ) বলেছে জেলা সংগঠন। গত শুক্রবার জেলা যুবদলের সভাপতি মো. মাহাবুব আলম সবুজ ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক পত্রে আগামী ৭ দিনের মধ্যে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর ইউপির ২ নম্বর ওয়ার্ড (গচ্ছাবিল) থেকে তৃতীয়বারের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুব দলের আহ্বায়ক মো. মোশাররফ হোসেন তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে তিনি সদর ইউপির ২ নম্বর ওয়ার্ড থেকে পর পর দুবার সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।

কারণ দর্শানো নোটিশে জেলা যুবদল পক্ষ থেকে বলা হয়, দেশব্যাপী চলমান নির্বাচনে যেহেতু বিএনপি অংশ নিচ্ছে না। সেখানে কেন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এ কারণে তাঁকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না জানতে চাওয়া হয়েছে।

যুবদল নেতা মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না ঠিকই। কিন্তু স্বতন্ত্রভাবে কেউ নির্বাচনে অংশ নিতে দল বাধা দেয়নি। বরং সম্প্রতি দলের মহাসচিব বলেছেন, কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিলে দল নিষেধ করবে না। এই আলোকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত