Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

শামীমা ইয়াসমিন
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি  সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় থেকে ‘২০২১ সালের এইচএসসি পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ তথ্য’ নিয়ে আলোচনা করব।

১. ১৯৪৭ সালে ভারত উপমহাদেশের জনগণ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়।

২. ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় করাচিতে।

৩. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় ১৯৪৮ সালে।

৪. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন ১৯৪৮ সালের মার্চ মাসে এবং ঘোষণা করেন, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’।

৫. ভাষা আন্দোলন চলাকালে তৎকালীন পাকিস্তানের শতকরা ৫৬ জনের ভাষা ছিল বাংলা।

৬. ধীরেন্দ্রনাথ দত্তকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করার কারণে ১৯৪৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়।

৭. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর তৎপরতায় ১৯৪৮ সালের এপ্রিল মাসে প্রাদেশিক সরকারের কাজে বাংলা ভাষা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

৮. খাজা নাজিমুদ্দিন কর্তৃক বাংলাকে রাষ্ট্রভাষা করার বিপক্ষে ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়।

৯. ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে।

১০. ১৯৫৬ সালে প্রণীত পাকিস্তানের সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।

১১. ১৯৬৬ সালে সামরিক অফিসারদের মধ্যে বাঙালি অফিসার ছিলেন মাত্র ১০ জন।

১২. ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার ছাত্রছাত্রীরা প্রথম প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন।

১৩. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ এটি ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম পুস্তিকা।

১৪. দুই পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য ছিল অর্থনৈতিক ক্ষেত্রে।

১৫. বাঙালিদের সার্বিক মুক্তি ও পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন আদায়ের জন্য ছয় দফা দাবি উত্থাপন করেন শেখ মুজিবুর রহমান।

১৬. ‘ছয় দফা’কে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।

১৭. শেখ মুজিবুর রহমানকে আগরতলা ঐতিহাসিক মামলায় জড়ানো হয় ১৯৬৮ সালে।

১৮. ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলার মানুষ ভালোবেসে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।

১৯. ১১ দফা কর্মসূচি ঘোষণা করা হয় ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি।

২০. দুর্বার গণ-আন্দোলনের মুখে বঙ্গবন্ধুসহ অন্য আসামিরা আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন ১৯৬৯ সালে।

২১. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য সংরক্ষিত মহিলা আসন ছিল সাতটি।

২২. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

২৩. ১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে আপামর বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়।

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।

২৫. ১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠিত হয়।

২৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত