Ajker Patrika

আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ২৮
আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাহ্মণপাড়া: উপজেলার আট ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে। উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) মো. ফরিদ উদ্দিন, ২ নম্বর শিদলাই ইউপিতে মো. মোস্তফা কামাল, ৩ নম্বর চান্দলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, ৪ নম্বর শশীদল ইউপিতে সাবকে চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ৫ নম্বর দুলালপুর ইউপিতে মো. তফাজ্জল হোসেন, ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউপিতে মো. জহিরুল হক ঠিকাদার, ৭ নম্বর সাহেবাবাদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খাঁন ও ৮ নম্বর মালাপাড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

চৌদ্দগ্রাম: উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে। উপজেলার ১ নম্বর কাশিনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ২ নম্বর উজিরপুর ইউপিতে নায়িমুর রহমান মাছুম, ৩ নম্বর কালিকাপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, ৪ নম্বর শ্রীপুর ইউপিতে উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং বর্তমান চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ৫ নম্বর শুভপুরে ইউপিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, ৬ নম্বর ঘোলপাশা ইউপিতে এ কে খোকন, ৮ নম্বর মুন্সিরহাট ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম, ৯ নম্বর কনকাপৈত ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল, ১০ নম্বর বাতিসা ইউপিতে কাজী ফখরুল আলম ফরহাদ, ১১ নম্বর চিওড়া ইউপিতে সাবেক চেয়ারম্যান একরামুল হক, ১২ নম্বর গুনবতী ইউপিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহম্মেদ খোকন, ১৩ নম্বর জগন্নাথদীঘি ইউপিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত