Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৩
ব্রাহ্মণপাড়ায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণপাড়ায় চতুর্থ ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ ইউপিতে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের প্রশিক্ষণ কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।

এতে চেয়ারম্যান পদে ৭৫ প্রার্থীর মধ্যে তিনজন, সাধারণ সদস্য পদে ৩১০ প্রার্থীর মধ্যে ৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ ও মো. ফারুক আহমেদের নেতৃত্বে এ যাচাই-বাছাই হয়। এতে উপজেলার ২ নম্বর শিদলাই ইউপি চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মোস্তাক আহমেদ নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ৪ নম্বর শশীদল ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দেন ৯ প্রার্থী। এর মধ্যে এইচএম গোলাম কিবরিয়া নামের বাংলাদেশ কংগ্রেস সমর্থিত এক প্রার্থী ও মো. কামাল হোসেন নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এ ছাড়া সাধারণ সদস্য পদে ১ নম্বর মাধবপুর ইউপিতে ৩ নম্বর ওয়ার্ডের মো. কামাল হোসেন; ৪ নম্বর শশীদল ইউপিতে ৩ নম্বর ওয়ার্ডের মো. বাবুল সরকার; ৫ নম্বর দুলালপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেন; ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউপিতে ৭ নম্বর ওয়ার্ডের মো. জজু মিয়া ও ৯ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিন; ৭ নম্বর সাহেবাবাদ ইউপিতে ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ এনামুল কবির ও ৩ নম্বর চান্দলা ইউপিতে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে লিমা আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীগণ তাঁদের প্রস্তাবকারী ও সমর্থনকারী হাজির করতে পারেননি। স্বাক্ষরের সত্যতা যাচাই করা সম্ভব হয়িন। এর মধ্যে কিছু প্রার্থীর ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে। এ ছাড়া নির্বাচনী আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ নম্বর চান্দলা ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে নারী সদস্য প্রার্থী লিমা আক্তারের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত