Ajker Patrika

টমেটোর ভালো ফলনে কৃষকের মুখে হাসি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১০: ৫৩
টমেটোর ভালো ফলনে কৃষকের মুখে হাসি

আলু রোপণ বাদ দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে টমেটোসহ বিভিন্ন সবজি চাষের দিকে ঝুঁকেছেন কৃষকেরা। এর মধ্যে টমেটো চাষে কৃষকদের বেশি আগ্রহ দেখা গেছে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন তাঁরা। 

সরেজমিন দেখা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের নদীর পারে বালুজমিতে টমেটোখেত এখন সবুজ, হলুদ ও লালে একাকার হয়ে রয়েছে। একেকটি গাছে ৩০ থেকে ৫০টি পর্যন্ত টমেটো ধরেছে। বেশির ভাগ গাছ টমেটোর ভার ধরে রাখতে পারছে না। সে জন্য বাঁশের কঞ্চি দিয়ে গাছগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আগাম রোপণ করা টমেটো বিক্রি করলেও দেরিতে রোপণ করা টমেটো এখনো বিক্রির উপযোগী হয়ে ওঠেনি। দেরিতে রোপণ করা টমেটো গাছের পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আর কদিন পরেই তাঁরা তাঁদের জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন। পাইকারেরা জমিতে এসে টমেটো কিনে জেলাসহ ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে নিয়ে বিক্রি করে থাকেন। এ ছাড়া কৃষক নিজেও বাজারে নিয়ে বিক্রি করছেন।

নাটেশ্বর গ্রামের টমেটোচাষি মো. মাসুম বলেন, ‘আমি প্রায় ৭০ শতাংশ জমিতে আগাম জাতের টমেটো চাষ করেছি। আমার খরচ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার মতো টমেটো বিক্রি করেছি। এখনো টমেটো বিক্রি করা যাবে আরও ৫০ থেকে ৬০ হাজার টাকার। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে আমার ক্ষতি হয়েছে।’

আরেক টমেটোচাষি আকাইব হোসেন শুভ বলেন, ‘এবার আমি ৪৯ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। ৪০ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা বিক্রি করেছি। এখনো পুরোপুরি বিক্রি শুরু হয়নি। তবে আমার টমেটোগাছে অনেক টমেটো ধরেছে। সেগুলো বিক্রি করলে অনেক টাকা আয় হবে। ফলন ভালো হয়েছে।’

উপজেলার নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি অফিসার মমতাজ মহল বলেন, এবার আড়াই হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে টমেটোর আবাদ করছেন কৃষকেরা। ভবিষ্যতে টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত