Ajker Patrika

রামগড়ে ইউপি সদস্যের মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ২৩
রামগড়ে ইউপি সদস্যের মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য নবরায় ত্রিপুরা মারা গেছেন। গত সোমবার সন্ধ্যা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খাগড়াবিল গ্রামে পৈতৃকবাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজের নির্বাচনী এলাকা নাজিরাম পাড়ায় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে ছিলেন নবরায়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিতরা তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নবরায় ত্রিপুরা রামগড় ইউপিতে ৯ নম্বর ওয়ার্ডে ৩ বারের নির্বাচিত সদস্য। মৃত্যুতে স্ত্রী,৫ ছেলেমেয়ে রেখে গেছেন।

এদিকে নবরায় ত্রিপুরার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় ইউপির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ইউপুর ইউপি চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত