জিয়াউল হক, যশোর
যশোরে এক মাসের ব্যবধানে দুই দফায় চালের দাম বেড়েছে। এ সময়ে প্রকারভেদে চালের দাম পাইকারিতে বেড়েছে ২ টাকা। আর খুচরা বাজারে বেড়েছে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে সুগন্ধি ও পোলাও চালের দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
আড়তদারেরা বলছেন, অটো চালকল মালিকদের শক্তিশালী সিন্ডিকেটের কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। অন্য দিকে ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই সুযোগ নিয়েছে সিন্ডিকেটটি।
তেল, গ্যাস, ডাল, মাংস, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ায় যখন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, তখন যশোরের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। এতে নিম্ন ও মধ্যবিত্তের লোকেরা পড়েছেন চরম বিপাকে।
অনেককেই বাধ্য হয়ে নামতে হয়েছে ‘শর্টকাট লিস্টে’। তার পরও বড় অংশের সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন দৈনন্দিনের সাংসারিক চাহিদা মেটাতে।
যশোর বড় বাজারের খুচরা বিক্রেতা পবিত্র পাল জানান, এক মাস আগেও যশোরের বাজারে স্বর্ণলতা চাল প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হয়েছে ৩৭ থেকে ৪০ টাকায়। দুই দফায় দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকায়। ৩৫ টাকার হাইব্রিড জিএস বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। হিরা চাল ৩৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬ টাকা। বিরি ২৮ জাতের চাল ৮ টাকা বেড়ে ৫৬ টাকা, বিরি ৪৯ জাত ৯ টাকা বেড়ে ৫৫ টাকা, বিরি ৫১ জাত ১০ টাকা বেড়ে ৫৬ টাকা। সমপরিমাণ দাম বেড়েছে বিনা ৭ জাতের চালেরও।
পবিত্র পাল আরও জানান, ৫০ টাকা কেজির কাজললতা চাল দুই দফায় ১০ টাকা বেড়ে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ৪৮ টাকার হাবু বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। বিরি ৮৭ জাত ১২ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। প্রকারভেদে ১০ থেকে ১২ টাকা বেড়ে বাসমতি চাল বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায়। ৫২ টাকার জিরা মিনিকেটের দাম এখন ৬০-৬২ টাকা। সমপরিমাণ দাম বেড়েছে কাটারিভোগেরও। ৭০ টাকার নাজিরশাইল ৮৮ টাকা, একই দামের মৌ জাত বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকা। ক্ষীর কোণ ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কালোজিরা ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার আশিকুর রহমান বলেন, ‘মোটা চালের চেয়ে চিকন চালের দাম বেড়েছে তুলনামূলক বেশি। সম্প্রতি বাজারদর একেবারেই নিয়ন্ত্রণহীন। আজ এক দামে কিনে নিয়ে আসছি, কাল আবার সেটির দাম বেড়ে যাচ্ছে। আমরা যেমন দামে কিনছি, লাভ রেখে তেমন দামেই বিক্রি করছি। এখানে আমাদের করণীয় কিছু নেই।’
ক্রেতা আদনান সিদ্দিকী বলেন, ‘এক মাস ধরে চালের দাম বেড়েই চলেছে। সবকিছুরই দাম বেশি। সংসার চালাতে এখন হিমশিম খেতে হচ্ছে।’
শুভ রায় নামের আরেক ক্রেতা বলেন, ‘আগে পাঁচ–সাড়ে পাঁচ হাজার টাকার মাছ, মাংস, মসলা ও সবজি কিনলে সংসার চলত। সঙ্গে তিন হাজার টাকার চাল আর একটি সিলিন্ডার গ্যাস নিলেই হতো। অর্থাৎ ১২-১৩ হাজার টাকায় ৪ জনের নিম্নমধ্যবিত্ত একটি শহুরে সংসার চলে যেত। কিন্তু এখন আর এই টাকায় সংসার চলে না।’
যশোর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল বিশ্বাস বলেন, ‘মূলত আমনের মৌসুমে মোটা জাতের ধানের চাষ বেশি হয়। চিকন জাতের ধান কম আবাদ হয়। যে কারণে চিকন জাতের চালের দাম তুলনামূলক বেশি বাড়ছে।’
সভাপতি সুশীল বিশ্বাস বলেন, ‘গত কয়েক বছর ধরেই ধান-চালের বাজার নিয়ন্ত্রণ করে আসছেন অটো চালকল মালিকেরা। ধান ওঠার শুরুতেই তাঁরা কৃষকদের কাছ থেকে ধান কিনে মজুত করেন। সেই মজুত থেকেই শুরু হয় তাঁদের কারসাজি।’
সুশীল বিশ্বাস আরও বলেন, ‘অটো মিল মালিকদের নিয়ন্ত্রণ করা গেলেই ধান-চালের বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। অন্যথায় চালের বাজার অস্থিতিশীল থাকবে।’
যশোরে এক মাসের ব্যবধানে দুই দফায় চালের দাম বেড়েছে। এ সময়ে প্রকারভেদে চালের দাম পাইকারিতে বেড়েছে ২ টাকা। আর খুচরা বাজারে বেড়েছে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে সুগন্ধি ও পোলাও চালের দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
আড়তদারেরা বলছেন, অটো চালকল মালিকদের শক্তিশালী সিন্ডিকেটের কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। অন্য দিকে ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই সুযোগ নিয়েছে সিন্ডিকেটটি।
তেল, গ্যাস, ডাল, মাংস, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ায় যখন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, তখন যশোরের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। এতে নিম্ন ও মধ্যবিত্তের লোকেরা পড়েছেন চরম বিপাকে।
অনেককেই বাধ্য হয়ে নামতে হয়েছে ‘শর্টকাট লিস্টে’। তার পরও বড় অংশের সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন দৈনন্দিনের সাংসারিক চাহিদা মেটাতে।
যশোর বড় বাজারের খুচরা বিক্রেতা পবিত্র পাল জানান, এক মাস আগেও যশোরের বাজারে স্বর্ণলতা চাল প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হয়েছে ৩৭ থেকে ৪০ টাকায়। দুই দফায় দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকায়। ৩৫ টাকার হাইব্রিড জিএস বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। হিরা চাল ৩৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬ টাকা। বিরি ২৮ জাতের চাল ৮ টাকা বেড়ে ৫৬ টাকা, বিরি ৪৯ জাত ৯ টাকা বেড়ে ৫৫ টাকা, বিরি ৫১ জাত ১০ টাকা বেড়ে ৫৬ টাকা। সমপরিমাণ দাম বেড়েছে বিনা ৭ জাতের চালেরও।
পবিত্র পাল আরও জানান, ৫০ টাকা কেজির কাজললতা চাল দুই দফায় ১০ টাকা বেড়ে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ৪৮ টাকার হাবু বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। বিরি ৮৭ জাত ১২ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। প্রকারভেদে ১০ থেকে ১২ টাকা বেড়ে বাসমতি চাল বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায়। ৫২ টাকার জিরা মিনিকেটের দাম এখন ৬০-৬২ টাকা। সমপরিমাণ দাম বেড়েছে কাটারিভোগেরও। ৭০ টাকার নাজিরশাইল ৮৮ টাকা, একই দামের মৌ জাত বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকা। ক্ষীর কোণ ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কালোজিরা ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার আশিকুর রহমান বলেন, ‘মোটা চালের চেয়ে চিকন চালের দাম বেড়েছে তুলনামূলক বেশি। সম্প্রতি বাজারদর একেবারেই নিয়ন্ত্রণহীন। আজ এক দামে কিনে নিয়ে আসছি, কাল আবার সেটির দাম বেড়ে যাচ্ছে। আমরা যেমন দামে কিনছি, লাভ রেখে তেমন দামেই বিক্রি করছি। এখানে আমাদের করণীয় কিছু নেই।’
ক্রেতা আদনান সিদ্দিকী বলেন, ‘এক মাস ধরে চালের দাম বেড়েই চলেছে। সবকিছুরই দাম বেশি। সংসার চালাতে এখন হিমশিম খেতে হচ্ছে।’
শুভ রায় নামের আরেক ক্রেতা বলেন, ‘আগে পাঁচ–সাড়ে পাঁচ হাজার টাকার মাছ, মাংস, মসলা ও সবজি কিনলে সংসার চলত। সঙ্গে তিন হাজার টাকার চাল আর একটি সিলিন্ডার গ্যাস নিলেই হতো। অর্থাৎ ১২-১৩ হাজার টাকায় ৪ জনের নিম্নমধ্যবিত্ত একটি শহুরে সংসার চলে যেত। কিন্তু এখন আর এই টাকায় সংসার চলে না।’
যশোর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল বিশ্বাস বলেন, ‘মূলত আমনের মৌসুমে মোটা জাতের ধানের চাষ বেশি হয়। চিকন জাতের ধান কম আবাদ হয়। যে কারণে চিকন জাতের চালের দাম তুলনামূলক বেশি বাড়ছে।’
সভাপতি সুশীল বিশ্বাস বলেন, ‘গত কয়েক বছর ধরেই ধান-চালের বাজার নিয়ন্ত্রণ করে আসছেন অটো চালকল মালিকেরা। ধান ওঠার শুরুতেই তাঁরা কৃষকদের কাছ থেকে ধান কিনে মজুত করেন। সেই মজুত থেকেই শুরু হয় তাঁদের কারসাজি।’
সুশীল বিশ্বাস আরও বলেন, ‘অটো মিল মালিকদের নিয়ন্ত্রণ করা গেলেই ধান-চালের বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। অন্যথায় চালের বাজার অস্থিতিশীল থাকবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫