Ajker Patrika

সরকারি ভর্তুকির সার পাচারের অভিযোগ

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০০
সরকারি ভর্তুকির সার পাচারের অভিযোগ

গৌরনদী উপজেলার টরকী বন্দরে বিসিআইসির (বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন) সার ডিলার শিশির কুন্ডুর বিরুদ্ধে বিধিমালা উপেক্ষা করে সরকারের ভর্তুকি সার পাচার করে কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, খাঞ্জাপুর ইউনিয়নে সার বিক্রির দায়িত্বে রয়েছে টরকী বন্দরের মেসার্স শিশির কুন্ডু।

প্রত্যক্ষদর্শী ও টরকী বন্দর এলাকার বাসিন্দা আব্দুল জলিল, সোবহান হাওলাদার জানান, গত শুক্রবার উপজেলার টরকী বন্দরের সারের ডিলার শিশির কুন্ডুর গোডাউন থেকে ইউরিয়া সারের অর্ধশতাধিক বস্তা টরকী বন্দর ট্রলারঘাটের ২টি ট্রলারে তোলা হয়। ওই সার পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনি এবং বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার হাটবাজারে ট্রলার যোগে নিয়ে যাওয়া হচ্ছে সংবাদ পেয়ে টরকী বন্দরের ট্রলারঘাটে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন তাঁরা।

এ সময় এমভি আব্বাস ট্রলারের চালক জানান, শিশির কুন্ডুর টরকী বন্দরের গোডাউন থেকে আসা সার মুলাদী উপজেলায় নিয়ে যাওয়া হবে।

শিশির কুন্ডু বলেন, ‘নিজেকে এখানকার বোরো চাষি দাবি করে সার কিনে যদি কালকিনি উপজেলার চাষিরা নিয়ে যায়, তা হলে কী করার আছে?’

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘ডিলারের নামে যে ইউনিয়নে সারের বরাদ্দ ওই ইউনিয়নেই বিক্রি করতে হবে।’

ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত