Ajker Patrika

সারা দিন ঘোরাঘুরি শেষে হত্যা করা হয় শাকিবকে

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ১৯
সারা দিন ঘোরাঘুরি শেষে হত্যা করা হয় শাকিবকে

যশোরের শার্শায় স্কুলছাত্র সোলায়মান শাকিবকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) সদস্যরা। একই সঙ্গে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

গত বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিকরগাছার চান্দেরপোল গ্রামের মনিরুল ইসলাম (৩০), বাঘাপাড়ার মেহেদী হাসান মিলন (২২), ও চৌগাছার মাড়ুয়া গ্রামের সাইফুল ইসলাম (৩০)।

গতকাল বৃহস্পতিবার যশোর পিবিআইয়ের জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এসব তথ্য জানিয়েছেন।

আসামিদের মধ্যে মনিরুল ও মেহেদীকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এবং সাইফুলকে চৌগাছার মাড়ুয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী, ছিনতাই হওয়া চৌগাছা বাজার এলাকার ছুটিপুর রোডের নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে উদ্ধার করা হয়।

নিহত শাকিব গত সোমবার দুপুরে অসুস্থ নানার ইজিবাইক নিয়ে উপার্জনের জন্য বের হয়। কিন্তু বিকেলে বা রাতেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে সকালে খবর আসে ধলদা গ্রামের একটি কুলবাগানে শাকিবের লাশ পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।

যশোর পিটিআইএর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই ও অজ্ঞান পার্টির সদস্য। তাঁরা যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় ইজিবাইক ও ভ্যান ছিনতাই করে বিক্রি করে থাকেন।

পুলিশ জানায়, ঘটনার দিন সোমবার বেলা ২টার দিকে আসামিরা ১ হাজার টাকায় সারা দিন ঘোরার জন্য বাগআঁচড়া বাজার থেকে ইজিবাইকটি ভাড়া করেন। ঘোরাঘুরির একপর্যায়ে ইজিবাইক চালক শাকিবকে শার্শার উলাশী ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের রশিদের বড়বাড়ীয়া কুল বাগানের পাশে নিয়ে যায়।

সেখানে নিয়ে সঙ্গে থাকা সেলাই রেঞ্জ, এল রেঞ্জ ও টিপ চাকু দিয়ে ইজিবাইক চালক শাকিবকে এলোপাতাড়ি মাথায়, কপালে, ডান চোয়ালে এবং বাম চোখে আঘাত করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে শাকিবের কাছে থাকা ইজিবাইক নিয়ে পালিয়ে যান আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত