পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বামী গৌতম হালদারের চেয়ে স্ত্রী দেবী হালদার ৬০ বছরের বড়। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে এ পরিস্থিতিতে দেখা যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে গৌতম হালদারের বয়স ৪৪ বছর ও দেবী হালদারের বয়স ১০৪ বছর ১১ মাস ১৭ দিন। গত বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আইডি কার্ডের সমস্যা দেখবেন বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার এ. বি. এম. সিদ্দিক।
জানা যায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন ছৈলাবুনিয়া গ্রামের চিত্তরঞ্জন হালদারের ছেলে ব্যবসায়ী গৌতম হালদার। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী গৌতম হালদারের জন্ম ১৯৭৭ সালের ৬ জানুয়ারি। সে হিসেবে তার বয়স ৪৪ বছর ১১ দিন। অন্যদিকে দেবীর জন্ম ১৯১৭ সালের ৬ ডিসেম্বর। সে হিসেবে দেবীর বয়স ১০৪ বছর ১১ মাস ১৭ দিন। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী দেবী হালদার স্বামী গৌতম হালদারের থেকে ৬০ বছরের বড়।
ভুক্তভোগীর স্বামী গৌতম হালদার বলেন, ‘আমরা ২০১৮ সালের সর্বশেষ হালনাগাদের পরে কার্ড পেয়েছি। কার্ডটি ওভাবে কখনো প্রয়োজন না হওয়ায় ভুলটি চোখে পড়েনি। আমার ছেলের একটি কাজের প্রয়োজনে ভুলটি চোখে পড়ার পরে আমি নির্বাচন অফিসে গিয়েছিলাম। প্রথমবার আমাকে অফিস থেকে বলেছে পরে আসেন। পরে একদিন অফিসে গিয়ে ওই কর্মকর্তাকে না পাওয়ায় আর পরিবর্তনের জন্য গুরুত্ব দিই নাই। তবে বিষয়টি নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি।’
নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার এ. বি. এম. সিদ্দিক বলেন, ‘পরিচয়পত্রে ভুলের বিষয়টি না দেখে কিছুই বলা যাবে না। ভুক্তভোগীরা আমার সঙ্গে যোগাযোগ করে অফিসে আসলে আমি বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বামী গৌতম হালদারের চেয়ে স্ত্রী দেবী হালদার ৬০ বছরের বড়। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে এ পরিস্থিতিতে দেখা যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে গৌতম হালদারের বয়স ৪৪ বছর ও দেবী হালদারের বয়স ১০৪ বছর ১১ মাস ১৭ দিন। গত বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আইডি কার্ডের সমস্যা দেখবেন বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার এ. বি. এম. সিদ্দিক।
জানা যায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন ছৈলাবুনিয়া গ্রামের চিত্তরঞ্জন হালদারের ছেলে ব্যবসায়ী গৌতম হালদার। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী গৌতম হালদারের জন্ম ১৯৭৭ সালের ৬ জানুয়ারি। সে হিসেবে তার বয়স ৪৪ বছর ১১ দিন। অন্যদিকে দেবীর জন্ম ১৯১৭ সালের ৬ ডিসেম্বর। সে হিসেবে দেবীর বয়স ১০৪ বছর ১১ মাস ১৭ দিন। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী দেবী হালদার স্বামী গৌতম হালদারের থেকে ৬০ বছরের বড়।
ভুক্তভোগীর স্বামী গৌতম হালদার বলেন, ‘আমরা ২০১৮ সালের সর্বশেষ হালনাগাদের পরে কার্ড পেয়েছি। কার্ডটি ওভাবে কখনো প্রয়োজন না হওয়ায় ভুলটি চোখে পড়েনি। আমার ছেলের একটি কাজের প্রয়োজনে ভুলটি চোখে পড়ার পরে আমি নির্বাচন অফিসে গিয়েছিলাম। প্রথমবার আমাকে অফিস থেকে বলেছে পরে আসেন। পরে একদিন অফিসে গিয়ে ওই কর্মকর্তাকে না পাওয়ায় আর পরিবর্তনের জন্য গুরুত্ব দিই নাই। তবে বিষয়টি নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি।’
নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার এ. বি. এম. সিদ্দিক বলেন, ‘পরিচয়পত্রে ভুলের বিষয়টি না দেখে কিছুই বলা যাবে না। ভুক্তভোগীরা আমার সঙ্গে যোগাযোগ করে অফিসে আসলে আমি বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪