Ajker Patrika

আ.লীগের সম্মেলনের দিন স্কুল বন্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৩
আ.লীগের সম্মেলনের দিন স্কুল বন্ধ

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ বুধবার। শহরের আলহাজ টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সম্মেলনের কারণে এ বিদ্যালয়ে আজকের পাঠদান বন্ধ রাখা হয়েছে। গত সোমবার ‘শিক্ষার্থীদের মানসিক সুরক্ষা বিবেচনায়’ বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক আজ পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেন।

জানা গেছে, দীর্ঘ সাত বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান ও বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস এতে সভাপতিত্ব করবেন। সম্মেলনকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও মহড়া চলছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উৎকণ্ঠা।

সরেজমিনে দেখা যায়, আলহাজ স্কুলে শহীদ মিনারের সামনে থেকে খেলার মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের নিচু জায়গায় বালু দিয়ে ভরাট করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

পৌর কাউন্সিলর ইউসুফ আলী বলেন, মাঠ ভরাট করার জন্য ইতিমধ্যে ৪০ ট্রাক বালু ফেলা হয়েছে। তাঁদের প্রস্তুতি প্রায় শেষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, করোনায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। এখন আবার সম্মেলনের জন্য ক্লাস বন্ধ থাকবে। ইচ্ছে করলে নেতারা অন্য কোথাও সম্মেলনের স্থান করতে পারতেন।

প্রধান শিক্ষক বলেন, সম্মেলনের দিন চিৎকার ও বিশৃঙ্খলা হতে পারে। অনেকে মহড়া দেবেন। এ জন্য তিনি মৌখিক নোটিশে বুধবার ক্লাস বন্ধ রাখার কথা বলেছেন।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, সম্মেলনে জন্য ক্লাস বন্ধ রাখার কোনো বিধান নেই। তবে প্রতিষ্ঠান প্রধান তাঁর বাৎসরিক সংরক্ষিত ছুটির তালিকা থেকে ঐচ্ছিক ছুটি দিতে পারেন। বিষয়টি নির্ভর করে তাঁর ইচ্ছার ওপর।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনে বলেন, এখন তো সব দিনই ক্লাস হয় না। যেদিন ক্লাস বন্ধ থাকবে সেদিন সম্মেলন হতে পারে।

এদিকে সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মূলত ইছাহক আলী মালিথা-সাকিবুর রহমান কনক শরীফ প্যানেলের সঙ্গে নায়েব আলী বিশ্বাস-আবুল কালাম আজাদ মিন্টু পক্ষের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...