নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মেয়েকে নিয়ে ঈদ শপিংয়ে এসেছেন নগরের হালিশহর এলাকার বাসিন্দা হাসিনা আক্তার। আখতারুজ্জামান সেন্টারের দ্বিতীয় তলার নানজো কটন মেলায় ঢুকেই জিজ্ঞেস করলেন, অরগেঞ্জা থ্রি-পিস আছে? বিক্রেতা ‘নেই’ জানিয়ে বিক্রেতা অন্য ড্রেস দেখাতে চাইলে তিনি বলেন, মেয়ে অরগেঞ্জা থ্রি-পিসই কিনবে।
হাসিনা আক্তারের মেয়ের মতো অনেকেরই পছন্দের পোশাকের তালিকায় রয়েছে অরগেঞ্জা থ্রি-পিস। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার আখতারুজ্জামান সেন্টারে এই পোশাকই বেশি বেচাকেনা হচ্ছে।
এ সম্পর্কে জানতে চাইলে নানজো কটন মেলার বিক্রয় প্রতিনিধি কাজী মোহাম্মদ লিটন আজকের পত্রিকাকে বলেন, এবার আমাদের মার্কেটে অরগেঞ্জা থ্রি-পিস অনেক বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ঢুকেই অনেকে অরগেঞ্জা ব্র্যান্ডের থ্রি-পিস চাইছে। আমরা অনেকগুলো অরগেঞ্জা থ্রি-পিস এনেছিলাম। ১৫ রমজানের মধ্যেই এসব থ্রি-পিস সেল হয়ে গেছে।’
শুধু অরগেঞ্জা থ্রি-পিস নয়, এবার আখতারুজ্জামান সেন্টারে কাতান, দিল্লি বুটিকস, বিনয় ফ্যাশনের ক্যাটালক ডিজাইনের থ্রি-পিস বেশি বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, এবার আন স্ট্রিচ থ্রি-পিসের মধ্যে পাকিস্তানি অরগেন্ডি, ইন্ডিয়ান পেটেল, পাকিস্তানি লোন জাতীয় পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে স্ট্রিচ পোশাকের মধ্যে গারারা, সারারার চাহিদা বেশি।
শায়মা ফ্যাশনের বিক্রয় প্রতিনিধি মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক বছর গ্রাউন, লেহেঙ্গা, ফ্লোরটাচ জাতীয় পোশাকগুলোর চাহিদা ছিল। কিন্তু এবার এসব পোশাকের খুব একটা চাহিদা নেই। এবার কাতান, দিল্লি বুটিকস, বিনয় ফ্যাশনের ক্যাটালক ডিজাইনের পোশাকগুলোই বেশি বিক্রি হচ্ছে।
নগরের আগ্রাবাদ মোড়েই আখতারুজ্জামান সেন্টারের অবস্থান। ৫ তলা বিশিষ্ট অভিজাত এই শপিং মলে ২৫০ টির বেশি দোকান রয়েছে। নিচতলায় মোবাইল শপ আর পঞ্চম তলার ফুড কোর্ট বাদে বাকি তিনটি ফ্লোরের বিভিন্ন দোকানে মিলছে নতুন ডিজাইনের সব পোশাক। দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে মহিলাদের শাড়ী, থ্রি-পিস। তৃতীয় তলায় মেয়েদের রেডি মেইড পোশাক, আর জুয়েলারি। চতুর্থ তলায় পাওয়া যাচ্ছে ছেলেদের শার্ট, ফ্যান্ট, পাঞ্জাবি জুতা, কসমেটিকস।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শপিং মলের সবগুলো দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এক দোকান থেকে অন্য দোকান ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। ক্রেতার চাপে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, বেলা ১১টা থেকেই মার্কেটে ক্রেতা সমাগম বাড়তে শুরু করে। সারাদিনের এই ব্যস্ততা সন্ধ্যায় আরও বেড়ে যায়। ইফাতারের পর সন্ধ্যা ৭ থেকে রাত ২টা পর্যন্ত মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বলে জানিয়েছেন তাঁরা।
এ সম্পর্কে কিডস আই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার বেচাকেনা অনেক ভালো।
মেয়েকে নিয়ে ঈদ শপিংয়ে এসেছেন নগরের হালিশহর এলাকার বাসিন্দা হাসিনা আক্তার। আখতারুজ্জামান সেন্টারের দ্বিতীয় তলার নানজো কটন মেলায় ঢুকেই জিজ্ঞেস করলেন, অরগেঞ্জা থ্রি-পিস আছে? বিক্রেতা ‘নেই’ জানিয়ে বিক্রেতা অন্য ড্রেস দেখাতে চাইলে তিনি বলেন, মেয়ে অরগেঞ্জা থ্রি-পিসই কিনবে।
হাসিনা আক্তারের মেয়ের মতো অনেকেরই পছন্দের পোশাকের তালিকায় রয়েছে অরগেঞ্জা থ্রি-পিস। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার আখতারুজ্জামান সেন্টারে এই পোশাকই বেশি বেচাকেনা হচ্ছে।
এ সম্পর্কে জানতে চাইলে নানজো কটন মেলার বিক্রয় প্রতিনিধি কাজী মোহাম্মদ লিটন আজকের পত্রিকাকে বলেন, এবার আমাদের মার্কেটে অরগেঞ্জা থ্রি-পিস অনেক বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ঢুকেই অনেকে অরগেঞ্জা ব্র্যান্ডের থ্রি-পিস চাইছে। আমরা অনেকগুলো অরগেঞ্জা থ্রি-পিস এনেছিলাম। ১৫ রমজানের মধ্যেই এসব থ্রি-পিস সেল হয়ে গেছে।’
শুধু অরগেঞ্জা থ্রি-পিস নয়, এবার আখতারুজ্জামান সেন্টারে কাতান, দিল্লি বুটিকস, বিনয় ফ্যাশনের ক্যাটালক ডিজাইনের থ্রি-পিস বেশি বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, এবার আন স্ট্রিচ থ্রি-পিসের মধ্যে পাকিস্তানি অরগেন্ডি, ইন্ডিয়ান পেটেল, পাকিস্তানি লোন জাতীয় পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে স্ট্রিচ পোশাকের মধ্যে গারারা, সারারার চাহিদা বেশি।
শায়মা ফ্যাশনের বিক্রয় প্রতিনিধি মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক বছর গ্রাউন, লেহেঙ্গা, ফ্লোরটাচ জাতীয় পোশাকগুলোর চাহিদা ছিল। কিন্তু এবার এসব পোশাকের খুব একটা চাহিদা নেই। এবার কাতান, দিল্লি বুটিকস, বিনয় ফ্যাশনের ক্যাটালক ডিজাইনের পোশাকগুলোই বেশি বিক্রি হচ্ছে।
নগরের আগ্রাবাদ মোড়েই আখতারুজ্জামান সেন্টারের অবস্থান। ৫ তলা বিশিষ্ট অভিজাত এই শপিং মলে ২৫০ টির বেশি দোকান রয়েছে। নিচতলায় মোবাইল শপ আর পঞ্চম তলার ফুড কোর্ট বাদে বাকি তিনটি ফ্লোরের বিভিন্ন দোকানে মিলছে নতুন ডিজাইনের সব পোশাক। দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে মহিলাদের শাড়ী, থ্রি-পিস। তৃতীয় তলায় মেয়েদের রেডি মেইড পোশাক, আর জুয়েলারি। চতুর্থ তলায় পাওয়া যাচ্ছে ছেলেদের শার্ট, ফ্যান্ট, পাঞ্জাবি জুতা, কসমেটিকস।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শপিং মলের সবগুলো দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এক দোকান থেকে অন্য দোকান ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। ক্রেতার চাপে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, বেলা ১১টা থেকেই মার্কেটে ক্রেতা সমাগম বাড়তে শুরু করে। সারাদিনের এই ব্যস্ততা সন্ধ্যায় আরও বেড়ে যায়। ইফাতারের পর সন্ধ্যা ৭ থেকে রাত ২টা পর্যন্ত মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বলে জানিয়েছেন তাঁরা।
এ সম্পর্কে কিডস আই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার বেচাকেনা অনেক ভালো।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪