Ajker Patrika

সেনবাগে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
সেনবাগে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে মো. হাছান সুমন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরীকোট গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। হাছান সুমন ওই গ্রামের মৃত আবদুল হাকিমের দ্বিতীয় সংসারের বড় ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার রাতে সুমনকে মারধর করা হয়। এ সময় তাঁর ডাকচিৎকার শুনেও আশপাশের কেউ এগিয়ে যায়নি। গতকাল সকালে সুমনকে বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। সুমন আত্মহত্যা করেছে বলে গ্রামে খবর ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি জানান, যুবকের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নোয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চেষ্টা করলেও পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তাঁরা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত